Sensex Today: আজকের শেয়ার বাজার বিনিয়োগকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আজ ব্যাঙ্কিং ও আইটি স্টকে বিপুল কেনাকাটার কারণে সেনসেক্স ফের ৮০ হাজার পেরিয়ে সবুজে বন্ধ হয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকেও আজ বিপুল উত্থান (Stock Market Closing) লক্ষ্য করা গিয়েছে। আজকের বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex Today) ৩৭৮ পয়েন্ট বেড়ে থেমেছে ৮০,৯০২ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ১২৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ২৪,৭০০ পয়েন্টে।


বাজার মূলধন বেড়েছে ২.৫ লক্ষ কোটি টাকা


আজকের বাজারে বিপুল উত্থানের কারণে বিনিয়োগকারীদের সম্পদও বেড়েছে ব্যাপকহারে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সমস্ত শেয়ারের বাজার মূলধন আজ ৪৫৪.৩৯ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫৬.৫৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ শুধু আজকের সেশনের বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ২.১৯ লক্ষ কোটি টাকা।


কোন শেয়ারের দাম বাড়ল, কোন শেয়ারের দাম কমল আজ


আজকের শেয়ার বাজারের সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ৩০ টি স্টকের মধ্যে ২৪টি স্টকেরি মুনাফা এসেছে এবং ৬টি স্টকের দাম কেবল কমেছে। অন্যদিকে নিফটি ৫০-র স্টকগুলির মধ্যে আজ ৩৮টি স্টকের দাম বেড়েছে এবং ১২টি স্টকে পতন এসেছে। যে যে শেয়ারের দাম বেড়েছে আজ তাঁর মধ্যে রয়েছে বাজাজ ফিনসার্ভ ৩.২০ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ২.৫৪ শতাংশ, টেক মহিন্দ্রা ২.০১ শতাংশ, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ১.৪৭ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ১.১২ শতাংশ, এনটিপিসি ১.০২ শতাংশ, সান ফার্মা ০.৯১ শতাংশ, এইচসিএল টেক ০.৭৭ শতাংশ এবং স্টেট ব্যাঙ্কের শেয়ার ০.৭১ শতাংশ বেড়েছে।


অন্যদিকে ভারতী এয়ারটেলের শেয়ারের দাম পড়েছে ১.৩০ শতাংশ, আইটিসির শেয়ার পড়েছে ০.৪৮ শতাংশ, আদানি পোর্ট ও টাটা মোটরসের শেয়ার আজ পড়েছে যথাক্রমে ০.৩৫ শতাংশ ও ০.১৬ শতাংশ।


কোন সেক্টরে কী হাল


আজকের ট্রেডিং সেশনে দেখা গিয়েছে ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, রিয়েল এস্টেট, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার এবং অয়েল-গ্যাস সেক্টরের স্টকে উত্থান এসেছে। অন্যদিকে মিডিয়া ও এফএমসিজি সেক্টরের শেয়ার পতনের মুখ দেখেছে আজ। ইন্ডিয়া ভিক্স আজ ৩.৪৯ শতাংশ পড়ে গিয়েছে, ফলে বাজারে অনিশ্চয়তা কমেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকেও আজ বিপুল কেনাকাটা হয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Gold Rate Today: একইদিনে ফের বদলে গেল সোনার দাম, এবার গয়না গড়াতে বাঁচবে টাকা ?