Share Market: দুর্ধর্ষ গতিতে বন্ধ হয়েছে আজকের বাজার। গতকাল অমিত শাহের ভরসা সত্ত্বেও লাল সঙ্কেতে বন্ধ হয়েছে বাজার আর আজ পতন সামলে ফের ঘুরে দাঁড়াল সেনসেক্স এবং নিফটি। বিপুল কেনাকাটার দরুন সেনসেক্স আজ ৭৩ হাজারের উপরে বন্ধ হয়। ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি সেক্টরে শেয়ারের দামে গতি লক্ষ্য করা গিয়েছে আজ। শুধু তাই নয়, মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারগুলিতেও কেনাকাটা লক্ষ্য করা গিয়েছে। আজ বাজার বন্ধের (Stock Market Closing) সময় সেনসেক্স ৭৩৬৬৪ পয়েন্টে উঠে আসে, অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ২০৩ পয়েন্ট লাফ দিয়ে ২২৪০৩ পয়েন্টে বন্ধ হয়।


বাজার মূলধন বেড়েছে আজ


বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার (Stock Market Closing) মূলধন আজ ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আগের ট্রেডিং সেশনে BSE-র বাজার মূলধন ছিল ৪০৪.২৫ লক্ষ কোটি টাকা আর আজ বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দাঁড়ায় ৪০৭.৩৫ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীদের সম্পদ আজ ৩.০৯ লক্ষ কোটি টাকা বেড়েছে।


কোন সেক্টরের কী হাল


আজকের বাজারে সবথেকে বেশি কেনাকাটা হয়েছে তথ্যপ্রযুক্তি সেক্টরে। তাছাড়া ব্যাঙ্কিং, এফএমসিজি, অটো, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ারের দাম কমেছে আজ। পিএসইউ ব্যাঙ্কগুলির সূচকে যদিও আজ পতন লক্ষ্য করা গিয়েছে। আজ স্টক এক্সচেঞ্জের ৩৯৫২টি শেয়ারের মধ্যে ২১৪০টি শেয়ার (Stock Market Closing) লাভের মুখ দেখেছে। ইন্ডিয়া ভিক্স সূচক আজ ৩.৮ শতাংশ কমে গিয়েছে।


কোন শেয়ারের দাম বাড়ল


আজ ১৬ মে ট্রেডিং সেশনে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রা, ভারতী এয়ারটেল, ইনফোসিস, টাইটান, বাজাজ ফিনসার্ভ, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম যথাক্রমে ৩.০৫, ২.৬৬, ২.৫৩, ২.৬৬, ২.১৭, ১.৭২ শতাংশ এবং ১.৪৮ শতাংশ বেড়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Upcoming IPO: LIC-র পরে ফের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও আসছে বাজারে, কবে ? বিনিয়োগে লাভ ?