Stock Market Update: সোমের পতন থেকে ঘুরে দাঁড়ালেও মঙ্গলে দিশা দেখাতে পারল না বাজার। ফলে সারাদিন 'সাইডওয়াজ' বাজারে দেখা গেল না দুরন্ত গতি। দিনের শেষে সেনসেক্স ও নিফটি সব লাভ হারিয়েছে।বাজার বন্ধের সময় সেনসেক্স ৩৮ পয়েন্ট ও নিফটি ৯ পয়েন্ট কমেছে।


Share Market: শেয়ারবাজার আজ কোন পর্যায়ে বন্ধ হয়েছে ? 


আজ, BSE 30-শেয়ারের সূচক সেনসেক্স 37.70 পয়েন্ট কমে 57,107.52-তে বন্ধ হয়েছে। এছাড়াও, NSE-র নিফটি 50-শেয়ারের সূচক নিফটি 8.90 পয়েন্টের পতনের সঙ্গে 17,007-তে বন্ধ হয়েছে।


Stock Market Closing: সেনসেক্স ও নিফটির শেয়ার


আজ সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 18টি সবুজে ও 12টি স্টক লালে বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 28টি বেড়েছে ও 22টি স্টক পতনের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।


Share Market: সেক্টরাল সূচকের অবস্থা


আজ এফএমসিজি, আইটি, মিডিয়া, ফার্মা, স্বাস্থ্যসেবা ও তেল ও গ্যাসের খাতগুলি গতি দেখিয়েছে। তেল ও গ্যাসের খাত 1.13 শতাংশ লাফ দিয়ে বন্ধ হয়েছে। ফার্মা খাতে প্রায় 1 শতাংশ ও আইটি খাতে 0.97 শতাংশ ব্যবসা বেড়েছে।একই সময়ে, স্বাস্থ্যসেবা সূচকে 0.85 শতাংশের নতুন গতি দেখা গিয়েছে।


Stock Market Closing: আজ সেনসেক্সে বেড়েছে এই স্টকগুলি


পাওয়ারগ্রিড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ডাঃ রেড্ডি'স ল্যাবস, এইচসিএল টেক, নেসলে ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেইন্টস সহ ইনফোসিস, উইপ্রো, টিসিএস, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, আইটিসি, এইচইউএল, আল্ট্রাটেক সিমেন্ট, এনটিপিসি, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ ও এমএন্ডএম এর শেয়ার আজ বেড়েছে। 


Share Market: সেনসেক্সে পড়েছে এই স্টকগুলি


সান ফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, মারুতি সুজুকি, আইসিআইসিআই ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এসবিআই, টাইটান ও টাটা স্টিলের শেয়ারে আজ পতন দেখা গেছে। এই শেয়ারগুলি লালে বন্ধ হয়েছে।


Share Market: সোমবার পতনের পর সামান্য হলেও আজ ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ার বাজার। প্রি-ওপেনিংয়ে সবুজে ছুট শুরু করে নিফটি,সেনসেক্স। আজ সামান্য বৃদ্ধি নিয়ে শুরু করেছে দালাল স্ট্রিট। বিশ্ববাজার থেকে বিশেষ কোনও সাপোর্ট না পেলেও গতকালের তুলনায় দেশের বাজারে কেনাকাটার প্রবণতা লক্ষ্য করা যায়। বাজারের হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস ও টিসিএস-এর শক্তিতে আজ বাজার সবুজে যাত্রা শুরু করে।