তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series) থেকে ছিটকে গেলেন দীপক হুডা (Deepak Hooda)। পিঠের চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন বড়োদার এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য় ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হুডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়ে কিছুটা চাপ বেড়ে গেল। তাঁর বদলে কোন ভারতীয় তারকা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন?


সুযোগ পাচ্ছেন শ্রেয়স?


সূত্রের খবর অনুযায়ী, হুডার বদলে আসন্ন প্রোটিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে শ্রেয়সই জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। তাঁকে তিরুঅন্ততপুরমে ভারতীয় দলের টিম বাসেও লক্ষ্য করা গিয়েছে। শ্রেয়স বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে সুযোগ না পেলেও, তিনি রিজার্ভে রয়েছেন। অপরদিকে, হুডা কিন্তু মূলদলে থাকলেও, তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে জল্পনা বাড়ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের পর হুডা না কি সরসারি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাচ্ছেন।


হুডার পাশাপাশি আসন্ন দিন হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারও এনসিএতে যাবেন। তাঁদের উভয়কেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতীয় দলে যোগ দেওয়ার আগে এনসিএতে তাঁদের ফিটনেসই পর্যবেক্ষণ করে দেখা হবে। বাংলার শাহবাজ আহমেদও এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন বলে খবর। অপরদিকে, মহম্মদ শামি অস্ট্রেলিয়া সিরিজের আগেই করোনা আক্রান্ত হওয়ায় একটিও ম্যাচ খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। 


হুডার চোট


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন হুডা। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেই চোট পেয়ে যান তিনি। সেই সময়ই পিঠে চোট পেয়েছিলেন হুডা। তৃতীয় টি-টোয়েন্টির আগেই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ''পিঠের চোটের কারণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে নির্বাচনের জন্য দীপক হুডাকে পাওয়া যায়নি।''


চলতি বছরই দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দীপক হুডার। ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৩ রান করেছেন দীপক হুডা। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডে ধারাবাহিকভাবে খেলছিলেন হুডা। এছাড়াও বল হাতেও মাঝের ওভার গুলোয় কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুডা সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা রাখছেন সবাই।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?