নয়াদিল্লি: ভারতীয় শেয়ার মার্কেটে (Indian Stock Market) জারি বড় পতন। বাজার খোলার সঙ্গে সঙ্গেই বড়সড় পতন দেখল স্টক মার্কেট (Stock Market)। সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ১৯০০০ এর নীচে নেমে গিয়েছে Nifty. ২০২৩ সালের ১৮ জুন থেকে এটা রেকর্ড নীচে নামল।
সকাল সাড়ে দশটা নাগাদ ২২২ পয়েন্ট নেমে নিফটি ফিফটি (Nifty 50) দাঁড়িয়েছিল ১৮৮৯৬ পয়েন্টের আসেপাশে। ব্যাঙ্ক নিফটিতে (Bank Nifty) ভয়াবহ পতন দেখেছে বাজার। সকাল সাড়ে দশটার মধ্যেই প্রায় ৫০০ পয়েন্ট পড়েছে ব্যাঙ্ক নিফটি। সেই সময় দাঁড়িয়েছিল ৪২৩৫৭ পয়েন্টে।
সেনসেক্সে পতন অব্যাহত:
এদিন বাজার খোলার প্রথম আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স (Sensex) ৫১৭.১৭ পয়েন্ট কমে ট্রেড করছে। এটি ইন্ট্রাডে-তে সকাল সাড়ে দশটা পর্যন্ত ৬৩,৩৩৮ পয়েন্টে রয়েছে। এই সময় পর্যন্ত প্রায় সাড়ে সাতশো পয়েন্ট নেমেছে BSE Sensex
এদিন শেয়ারবাজারের একেবারে শুরুটা কেমন ছিল?
আজকের লেনদেনে, BSE সেনসেক্স ২৭৪.৯০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ পতনের সঙ্গে ৬৩,৭৭৪ পয়েন্টে খোলে। এছাড়াও, NSE-এর নিফটি ৯৪.৯০ পয়েন্ট বা ০.৫০ শতাংশ পতন হয়ে ১৯,০২৭ স্তরে লেনদেন শুরু করে। তারপর খালি পতনই হয়েছে।
এদিন ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটির সামগ্রিক ফল সকাল পর্যন্ত বেশ খারাপ হলেও, Axis Bank এবং Jio Financial Service-এর স্টক লাভ দিয়েছে সকাল পর্যন্ত। হাতেগোনা কিছু স্টকই সবুজ সঙ্কেতে ছিল।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি! এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে