প্রকাশ সিনহা ও সুদীপ্ত আচার্য, কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে ইডির (ED) তদন্তকারী দল। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সকালে ইডি হানা দিয়েছে। এখন জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রীর দায়িত্বে। তাঁর সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে সাতসকালে হানা ইডির। নাগের বাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-র বাড়িতেও তল্লাশি। একযোগে ৮ জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল, যদিও সেটা পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ছিল।


রেশন বণ্টন দুর্নীতি মামলায় যিনি তদন্তকারী অফিসার তাঁর নেতৃত্বে ৮-৯ জন অফিসার মন্ত্রীর বাড়িতে ঢুকেছেন। সূত্রের খবর, বাড়ির ভিতর ঢুকতেই সবার ফোন নিয়ে নেওয়া হয়েছে। এদিন সকাল ৬টা-সাড়ে ৬টা নাগাদ ইডির টিম মন্ত্রীর বাড়িতে আসেন। সূত্রের খবর, ইডির অফিসার আসার পরেই এই বাড়িতে এসে পৌঁছন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর তিনি ওই বাড়িতেই রয়েছেন। BC 245, 244 পাশাপাশি এই দুটি বাড়িই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা। এর মধ্যে BC-245 বাড়ির ভিতরে মন্ত্রী রয়েছেন। 


নাগেরবাজারে মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে-এর ফ্ল্যাট। এখানেই থার্ড ফ্লোরে ২টি ফ্ল্যাট রয়েছে তাঁর। এর কাছেই হাঁটাপথে আরেকটি আবাসনেও অমিত দে-এর ফ্ল্য়াট রয়েছে। ২টি ফ্ল্যাটেই গিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় চলছে তল্লাশি। সূত্রের খবর, যখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন অমিত দে। 


এর আগেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে 'মন্ত্রী-ঘনিষ্ঠ' বাকিবুর রহমানকে। তদন্ত এবং বাকিবুর রহমানকে জেরার পরেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এমনকী বিদেশেও সম্পত্তির হদিশ মিলেছে বলে সূত্রের খবর। বাকিবুরকে গ্রেফতারের পর থেকেই ইডি দাবি করেছে প্রভাবশালী যোগ থেকেই এত বাড়বাড়ন্ত। তদন্ত করতে গিয়েই প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করে এসেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী দলের দাবি প্রভাবশালী মন্ত্রীর যোগ পাওয়া গিয়েছিল। তার জন্যই এত ফুলেফেঁপে উঠেছিল বাকিবুর রহমান। তাহলে কি সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? ইডির তদন্তের দিকেই নজর সকলের।


আরও পড়ুন: মুম্বই চলচ্চিত্র উৎসব থেকে বাছা 'IMDb'র সেরা ১০ ছবির তালিকায় 'দোস্তজী', উচ্ছ্বসিত পরিচালক