মুম্বই: শুক্রবার দিনের শুরুতেই শেয়ারবাজার (Share Market) মন্দার মুখ দেখেছিল। রেকর্ড পতন হয়েছিল সেনসেক্স (Sensex)- নিফটির (NIFTY)। কিন্তু বাজার খুলতেই যেভাবে হুড়মুড়িয়ে পড়ে যায় সূচক (Point), তার জের পোহাতে হল গোটা দিনকে। মাত্র দুই ঘন্টার ট্রেডিং (Trading) সেশনে বিনিয়োগকারীরা ৬.৫০ লক্ষ কোটি টাকা হারিয়েছে। ভারতীয় শেয়ারবাজারে গত দুই সপ্তাহ ধরে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে আজকের পতন বিগত সাত মাসের মধ্যের সবচেয়ে বড়, যা দেশের বিনিয়োগকারীদের মাত্র ২ ঘণ্টাতে বিপর্যয়ের মুখে ফেলেছে।     

  


 
সাউথ আফ্রিকায় করোনার করোনাভাইরাসের নতুন রূপের আবির্ভাবের খবরটি ইক্যুইটির ওপরও চাপ বাড়িয়েছে। আতঙ্কের জেরেই শেয়ার বিক্রির হিড়িক শুরু হয়ে যায় এ দিন। আজকের দিনটি ভারতীয় শেয়ারবাজারে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে প্রমাণিত হচ্ছে। বাজারে ব্যাপক দরপতন হয়েছে। সেনসেক্স প্রায় ১৩০০ এবং নিফটি ৪০০ পয়েন্ট পড়ে গিয়েছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের বাজার মূলধন প্রায় ৬ লক্ষ কোটি টাকা কমে ২৫৯.৭১ লক্ষ কোটিতে নেমে এসেছে।            


আরও পড়ুন, হারাতে পারেন সব টাকা, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী দেখে করবেন না এই ৫টি ভুল


বৃহস্পতিবারে লক্ষ্মীলাভের মুখ দেখলেও শুক্রবার দিনের শুরুতে ফের নিম্নমুখী শেয়ার বাজার (share market)। এদিন সেনসেক্স (Sensex) প্রায় ১০০০ পয়েন্ট কমেছে। অন্যদিকে, নিফটি (NIFTY) ১৭ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে খুলেছে। কোটাক ব্যাঙ্ক (Kotak Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) পয়েন্ট কমেছে। বিএসই সেনসেক্স এক হাজার পয়েন্ট কমে ৫৭ হাজার ৭৫৬-তে নেমে গিয়েছে। 


নিফটিও পয়েন্ট খুইয়ে ১৭ হাজার ২৫০ পয়েন্টে নেমে গিয়েছে। বিএসই মিডক্যাপ সূচক ১.৫ শতাংশের বেশি নিচে নেমে গেছে। দিনের শুরুতে পতনের দিকে ঝুঁকেছে। ১৮০০টি স্টক নেমে গিয়েছে। যদিও ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার শেয়ার বেড়েছে অনেকটাই। ডঃ রেড্ডি'স ল্যাবস এবং সান ফার্মা - সেনসেক্সে বেশি লেনদেন করছে।