কানপুর: কানপুরের গ্রিন পার্কে আজ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ৩৪৫ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। প্রথম টেস্টের দ্বিতীয় দিন রীতিমত দাপট দেখালেন নিউজিল্যান্ডের বোলাররা। বোলারদের সামনে বরং মাঝেমাঝেই অসহায় দেখাল ভারতীয় ব্যাটসম্যানদের। 


যদিও কঠিন পিচে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে (Ind vs NZ) স্বস্তিতে রাখলেন শ্রেয়স আইয়ার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন। ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের শ্রেয়স। ১৭১ বলে ১০৫ রানের ইনিংস খেলে কানপুরের পিচে নতুন নজির গড়লেন তিনি।  ১০৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন শ্রেয়স।



আরও পড়ুন, অভিষেক টেস্টেই সেঞ্চুরি, কানপুরে নজির গড়লেন শ্রেয়স আইয়ার


কানপুর টেস্টের দ্বিতীয় দিনে এক ইনিংসে পাঁচ উইকেট নেন টিম সাউদি। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ভারতের প্রথম ইনিংস থামিয়ে দিলেন আজাজ প্যাটেল। কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো প্রথমসারির তারকাদের ছাড়াই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের লড়াইয়ে নামে ভারতীয় দল। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে ভারত প্রথম ইনিংসে ১০৯ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৯ রান সংগ্রহ করে। রবিচন্দ্রন অশ্বিন ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। ২৮ বলে ৪ রান করে নট-আউট ছিলেন উমেশ যাদব।


লাঞ্চের পর প্রথম ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নেন আজাজ প্যাটেল। ১০৯.২ ওভারে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফেরেন অশ্বিন। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৮ রান করেন তিনি। এরপর ১১১.১ ওভারে আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন ইশান্ত শর্মা। ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।  ৩৪৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৫৮/৪।