Stock Market: গত ৭ দিন ধরে প্রতিটি সেশনেই উত্থান দেখা যাচ্ছিল ভারতের শেয়ার বাজারে। নিফটি ৫০ ও সেনসেক্স সূচকে এবার বিপুল পতন। ৭ দিনের মুনাফা একদিনেই উধাও হল বাজারে। আজ বুধবারে বিপুল ধস (Sensex Today) নামল বাজারে। এক ধাক্কায় ৭০০ পয়েন্ট নিচে নামল সেনসেক্স। ২ এপ্রিল থেকে ট্রাম্পের কর ধার্য হওয়ার কথা (Stock Market Crash) আর সেই আবহেই আবার লাল সঙ্কেত বাজারে। এর মধ্যেই বেড়ে গিয়েছে তুমুল প্রফিট বুকিং।
আজ সকালে সেনসেক্স সূচকে বাজার খোলার সময় বেশ অনেকটাই উত্থান লক্ষ্য করা গিয়েছিল। ইন্ট্রাডে-তে সূচক সর্বোচ্চ ৭৮,১৬৭-এর স্তরে পৌঁছেছিল। আর তারপর থেকে বিপুল প্রফিট বুকিংয়ের কারণে ধস নামে শেয়ার বাজারে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ বন্ধ হয় ২৩,৫০০-এর নিচে।
বাজার বন্ধ হওয়ার সময়, সেনসেক্স ৭২৮.০৯ পয়েন্ট কমে ৭৭,২৮৮-এর স্তরে এসে থামে। অন্যদিকে নিফটি ৫০ ১৮১.৮০ পয়েন্ট কমে বন্ধ হয় ২৩,৪৮৬-এর স্তরে। বাজারে আজ মাত্র ৮৯২টি স্টকের দাম বেড়েছে এবং ২৯৯২টি স্টকের দাম কমে গিয়েছে। ১০০টি স্টকে কোনও বদল নেই।
টপ গেনার্স ও টপ লুজার্স কারা
আজকের পতনের বাজারেও কিছু কিছু স্টকের দামে উত্থান দেখা গিয়েছে। যেমন- ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ট্রেন্ট, হিরো মোটোকর্প, এইচসিএল টেক, ভারতী এয়ারটেল স্টকে উত্থান দেখা গিয়েছে। অন্যদিকে এনটিপিসি, টেক মহিন্দ্রা, সিপলা, বিপিসিএল, বাজাজ ফিনান্স স্টকে সবথেকে বেশি পতন এসেছে আজ।
বম্বে স্টক এক্সচেঞ্জের মিডক্যাপ সূচক ০.৭ শতাংশ পড়েছে, স্মলক্যাপ সূচক পড়ে গিয়েছে ১.৫ শতাংশ। সমস্ত সেক্টরের সূচকই নেতিবাচক রিটার্ন দিয়েছে আজ। নিফটি মিডিয়া, নিফটি পিএসইউ, নিফটি রিয়েলটি ইত্যাদি সূচকে ১-২ শতাংশের ধস রয়েছে। তবে কিছু কিছু স্টক আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে চলে এসেছে। এদের মধ্যে রয়েছে আবাস ফিনান্সিয়ারিস, চম্বল ফার্টিলাইজার, এসবিআই কার্ড, টিসিপিএল প্যাকেজিং ইত্যাদি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)