Share Market Today: ২৩ হাজারের গণ্ডি না ছুঁয়ে এবার বড় পতন ভারতীয় স্টক মার্কেটে। শুক্রবার সপ্তীহে শেষে হঠাৎ বিশাল ধস নেমেছে নিফটি ৫০, সেনসেক্সে। আজ বিএসই সেনসেক্সে 750 পয়েন্টের বেশি দুর্বলতা দেখা গেছে। এই কারণে, সেনসেক্স বর্তমানে 74,000-এর গুরুত্বপূর্ণ স্তরের নীচে চলে গেছে। নিফটিও 22,500-এর স্তর ভেঙেছে। 


কতটা নেমেছে সেনসেক্স 
আজ, বিএসই সেনসেক্স একটি বিশাল 769.69 পয়েন্ট হ্রাস পেয়েছে এবং 73,831-এ নেমে গেছে। পিছিয়ে থাকেনি এনএসই নিফটি। এই সূচকও 22,454-এর নিম্ন স্তরে পড়েছে। যার ফেল বিপুল ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। এদিন দুপুরের আগেই BSE সেনসেক্স 640.21 পয়েন্ট বা 0.86 শতাংশ কমে 73,970-এর স্তরে এবং NSE-এর নিফটি 176.90 পয়েন্ট বা 0.78 শতাংশ কমে 22,471-এর স্তরে নেমেছে।


সেনসেক্সে কোন শেয়ারের কী অবস্থা
30টি সেনসেক্স স্টকের মধ্যে মাত্র 4টি বর্তমানে বৃদ্ধির দিকে রয়েছে। যেখানে পতনের লাল চিহ্ণ দেখা গিয়েছে বেসিরভাগ স্টকে। ক্রমবর্ধমান স্টকগুলির মধ্যে বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, এমঅ্যান্ডএম এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারগুলি শক্তিশালী ট্রেড করেছে। পতনশীল স্টকগুলির মধ্যে ভারতী এয়ারটেল সবচেয়ে বেশি 2.40 শতাংশ কমেছে। এর পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 1.92 শতাংশ কমেছে। এলএন্ডটি, জেএসডব্লিউ স্টিল, নেসলে এবং এশিয়ান পেইন্টের শেয়ারও দুর্বলতার মধ্যে রয়েছে।


হঠাৎ করে বাজার পতন কেন?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, নেসলে-এর মতো হেভিওয়েট শেয়ারের পতনের জেরে হঠাৎ করেই বাজার পড়ে গেছে আজ। সূচকে এসব শেয়ারের ওজনও বেশি, যে কারণে সূচকে বড় ধরনের পতন দেখা গেছে।


নিফটি শেয়ারের কী অবস্থা
50টি নিফটি স্টকের মধ্যে 15টি ক্রমবর্ধমান লেনদেন দেখা গেছে । পাশাপাশি 35টি স্টকে পতন দেখাচ্ছে৷


BSE মার্কেট ক্যাপ কমেছে
BSE-এর মার্কেট ক্যাপ 406.22 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা সকালে 410 লক্ষ কোটি টাকার বেশি ছিল। আজ বাজারে পতনের কারণে অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীরা 4 লাখ কোটি টাকার বড় ক্ষতির মুখে পড়েছেন।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


Adani SEBI Notice: হিন্ডেনবার্গ বিতর্ক ! আদানির এই কোম্পানিকে শোকজ নোটিস সেবির