মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপি নেতার (BJP) বাড়ির সামনে গুলি চলার অভিযোগ। গতকাল মধ্যরাতে বিজেপির মণ্ডল সহ সভাপতি অতুল বাগদির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী ও তাঁর দলবলের বিরুদ্ধে। বেনাচিতি বাজার সংলগ্ন এলাকায় ট্রাঙ্ক রোডে এর জেরে ছড়ায় চাঞ্চল্য। স্থানীয় একটি দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


বিজেপি নেতার বাড়ির সামনে গুলি: বিজেপি নেতার বাড়ির কাছে মধ্যরাতে গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের সহ সভাপতি। অভিযোগ গতকাল মধ্যরাতে ভোলা পাসওয়ান নামে তৃণমূল কর্মী প্রথমে বাড়ির সামনে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা বাড়ি থেকে বেরিয়ে আসে। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল একটি গুলি চালায়। যদিও গুলির খোল বা গুলি লাগার কোন দাগ কোথাও পাওয়া যায়নি। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয়, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ঘটনাস্থলে পৌঁছয় এজোন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 


এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা। দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের কণিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিষেক তৃণমূলের নমশুদ্র ও উদ্বাস্তু সেলের দায়িত্বে ছিলেন। অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তাঁর পরিবার। সেই ঘটনার এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জেলা নেতৃত্ব। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিজেপি নেতার বাড়ির সামনে গুলি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WBCHSE Board 12th Result 2024: ৮ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, এক ক্লিকে রেজাল্ট wb12.abplive.com-এ