Stock Market Opening: বাজেটের সপ্তাহে পরপর পতন চলছে বাজারে। আজ টানা তৃতীয় দিন পতন দেখল বাজার। বাজার খোলার পর থেকেই প্রভূত সেল অফ চলেছে। মুখ থুবড়ে পড়েছে সেনসেক্স। সকালের সেশনেই ৬০০ পয়েন্ট পরে গিয়েছিল সেনসেক্স (Sensex Today), সেখান থেকে যদিও রিকভারি আসে। কিন্তু তবু বাজার এখনও লাল সঙ্কেতেই। ব্যাঙ্কিং স্টকগুলিতে (Bank Nifty Crash) ভারী পতন দেখা গিয়েছে। ইন্ডিয়া ভিক্স আজ ১০ শতাংশ বেড়েছে। ফলে বোঝা যাচ্ছে বাজারে অস্থিরতা বেড়েছে।
অন্যদিকে গতকাল বাজার পড়লেও মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিতে উত্থান দেখা গিয়েছিল। কিন্তু আজকের বাজারে নিফটি মিডক্যাপ ১০০ ৫১১.৪৫ পয়েন্ট এবং নিফটি স্মলক্যাপ সূচক ১ শতাংশ কমে গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আজ ১২৮৪টি শেয়ারে পতন দেখা গিয়েছে এবং মাত্র ৪৩১টি শেয়ারের দাম বেড়েছে আজ।
কেমন ছিল সকালের সেশন
আজ ২৫ জুলাই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৬০৬.৭৭ পয়েন্ট পতনের সঙ্গে খুলেছে। অন্যদিকে নিফটি ৫০ সূচকে সকালেই দেখা গিয়েছে ১৮২.৫৫ পয়েন্টের পতন। ২৪,২৩০ পয়েন্টে খুলেছে আজ নিফটি। বাজার খোলার মাত্র ৫ মিনিটের মধ্যেই ২০০ পয়েন্টের পতন আসে নিফটিতে। তারপর খানিক রিকভারি করলেও সাড়ে দশটা নাগাদ এই সূচকে ০.৫ শতাংশের পতন দেখা যায়।
ব্যাঙ্ক নিফটিতে পতন
আজ সকাল সাড়ে নটার সময়েই ব্যাঙ্ক নিফটিতে ১.০৬ শতাংশ পতন দেখা যায়। ব্যাঙ্ক নিফটি তখন ছিল ৫০,৭৭১ পয়েন্টে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক নিফটি নেমে এসেছে ৫০,৯২২-এর স্তরে। নিফটি আইটিও আজ প্রায় ১ শতাংশ পতনে আছে। ক্যাপিটাল গুডস ছাড়া অন্য সমস্ত খাতের স্টকই আজ পতনের গ্রাসে।
কোন স্টকে পতন, কোন স্টকে গতি
সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে আজ কেবল ৪ স্টকেই দাম বাড়তে দেখা যাচ্ছে। অন্যদিকে ২৬টি স্টক রয়েছে পতনের গ্রাসে। টাটা মোটরস গতকালের মত আজও উত্থান দেখাচ্ছে। ১.৩১ শতাংশ দাম বেড়েছে এই শেয়ারের। এখন ট্রেড করছে ১০৪১ টাকায়। অন্যদিকে L&T, HDFC Bank, ITC এবং Nestle-র শেয়ারেও গতি দেখা যাচ্ছে। অন্যদিকে নিফটিতেও টাটা মোটরস শীর্ষ মুনাফাকারী স্টক আজকের বাজারে। তাছাড়া দাম বেড়েছে এইচসিএল টেকেরও। ব্যাঙ্কিং স্টকগুলির মধ্যে সবথেকে বেশি ৬ শতাংশ দাম পড়ে গিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের। আর ICICI Bank, Hindalco, Shriram Finance, Titan-এর শেয়ারে আজ সবথেকে বেশি পতন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: NPS Vatsalya Scheme: সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমানো যাবে NPS-এ, নতুন স্কিমে কী সুবিধে পাবেন ?