Sensex Today: ইরান ইজরায়েলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর তার প্রভাব পড়ছে দেশের বাজারেও। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর বাজার খুলতেই বিরাট ধস নামে সূচকে। এক ধাক্কায় ১২০০ পয়েন্ট ভেঙে যায় সেনসেক্স (Stock Market Crash)। ১.৫০ শতাংশ পড়ে সকালের সেশনেই সেনসেক্স চলে আসে ৮৩০০২.৭৯-এর স্তরে। মূলত দুটি কারণে এই বড় ধস (Share Market) নেমেছে আজকের বাজারে। ফিউচারস অ্যান্ড অপশনস নিয়ে সেবির নতুন ফ্রেমওয়ার্ক এবং ইরান ইজরায়েলের যুদ্ধের আবহ এই নিয়েই বাজার টালমাটাল।


নিফটি ৫০ সূচকে কী অবস্থা


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক ৩৪৪.০৫ পয়েন্ট পড়ে ২৫,৪৫২.৮৫-এর স্তরে খুলেছিল আজকের সকালে। ১.৩৩ শতাংশ ধস নেমেছে নিফটিতেও। ক্রমেই ভাঙছে নিফটি সূচক। অন্যদিকে ব্যাঙ্ক নিফটিও সকালের সেশনে ৫০০-৬০০ পয়েন্ট নেমে এসেছিল।


নিফটির শেয়ারে কী হাল


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-র মোট ৫০টি শেয়ারের মধ্যে আজ সকালে ৪৬টি শেয়ারেই পতন এসেছে। ইরান-ইজরালের যুদ্ধের প্রভাব এবং ফিউচারস-অপশনস নিয়ে সেবির নির্দেশ এই দুই কারণে পতনের আবহ রয়েছে আজকের বাজারে।


কেমন চলছে সেনসেক্স এবং নিফটি সূচক


এখন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২২টি শেয়ারে পতন দেখা যাচ্ছে। শুধুমাত্র ৮টি শেয়ারের দাম বেড়েছে আজ। এর মধ্যে জে এস ডব্লিউ স্টিল, টাটা স্টিল, এনটিপিসি, এসবিআই, ইনফোসিস, আল্ট্রাটেক সিমেন্ট, সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাইটান ইত্যাদি স্টকের দাম বাড়ছে আজ। অন্যদিকে এশিয়ান পেইন্টস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক ব্যাঙ্ক, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং বাজাজ ফিনসার্ভের শেয়ারের দাম কমছে এখন।


বাজার মূলধন কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের


এখন বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৭১.৮২ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আজ সকালেই মাত্র ২০ মিনিটের মধ্যেই হারিয়েছেন ৫ লক্ষ কোটি টাকার সম্পদ। এর আগে বাজার মূলধন ছিল ৪৭৬ কোটি টাকারও বেশি।


কোন সেক্টরে কী হাল


নিফটি সূচকে আজকের বাজারে মিডিয়া, মেটাল ও ফার্মা সেক্টর ছাড়া অন্য সমস্ত সূচকেই পতন এসেছে। এফএমসিজি, ব্যাঙ্ক, অটো, রিয়েলটি, অয়েল অ্যান্ড গ্যাস ইত্যাদি সেক্টরে বিরাট পতন এসেছে এবং আইটি সূচকে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: KRN IPO: ২০০ বারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে, লিস্টিংয়ে আজ দুরন্ত লাভ দিতে পারে এই আইপিও