নয়াদিল্লি: গত বছরের নভেম্বরে ৫০ ওভারের বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তিনি। হয়েছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে তারপর প্রায় এক বছর হতে চললেও মহম্মদ শামি (Mohammed Shami) আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি। তিনি খুব শীঘ্রই ফিরতে চলেছেন বলে শোনা যাচ্ছিল। তবে এর মাঝেই হতাশাজনকভাবে ফের একবার শামির চোট লাগার জল্পনা শোনা যায়। এবার সেই নিয়ে মুখ খুললেন তারকা ফাস্ট বোলার নিজেই।
শামির নাকি হাঁটুতে চোট লেগেছে। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, আপাতত শামিকে আরও ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে। যার অর্থ, বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) শামির খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। এক চোট সারতে না সারতেই দলের তারকা ফাস্ট বোলারের আবারও চোটের কবলে পড়াটা স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত হতাশাজনক খবর। তবে এই দাবি সরাসরি নস্যাৎ করে দিলেন শামি।
শামি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের ভুয়ো খবরে বিশ্বাস না করার এবং ভুলভাল খবর না ছড়ানোর পরামর্শ দেন। তিনি লেখেন, 'এই ধরনের ভিত্তিহীন গুজব কেন ছড়ান? আমি কঠোর পরিশ্রম করে যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছি। বিসিসিআই বা আমি, কেউই বর্ডার-গাওস্কর ট্রফি থেকে আমার ছিটকে যাওয়ার কথা বলিনি। আমি সকলকে অনুরোধ করবে যাতে কেউ এইসব বেসরকারি সূত্র থেকে ছড়ানো ভুলভাল খবরে বিশ্বাস না করেন। দয়া করে থামুন এবং এই সব ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন। বিশেষত যেই সময় আমার তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।'
প্রসঙ্গত, ১১ অক্টোবর থেকে শুরু, রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে মহম্মদ শামির মাঠে ফেরার কথা। তিনি সেই ম্যাচে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অবশেষে ইচ্ছাপূরণ! বিশেষ উপহার পেয়ে নীরজ চোপড়ার মায়ের উদ্দেশে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদির