Sensex Today: মার্কিন প্রেসিডেন্টের পদে আবারও একবার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই শপথ গ্রহণের দিনেই মার্কিন ডলার অনেকাংশে পড়ে গিয়েছে। ভারতীয় মুদ্রাও (Sensex Today) ডলারের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে ডলারের এই পতন আগামী দিনেও অব্যাহত থাকবে। এর জেরেই ভারতের শেয়ার বাজারে (Stock Market Crash) আজ সকালেই বড় ধস। ৭০০ পয়েন্টেরও বেশি পতন সেনসেক্সে। রক্তাক্ত হল শেয়ার বাজার। সকালেই কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৫ লক্ষ কোটি টাকার লোকসান বিনিয়োগকারীদের। গতকাল যে হারে শেয়ার বাজারে (Stock Market) গতি দেখা গিয়েছিল, আজ সেই লাভ গ্রাস করল বিয়ারিশ মার্কেট।


আজ সকাল ৯টা ৫০ পর্যন্ত সেনসেক্স ২৫০ পয়েন্ট নেমে ট্রেড করছিল ৭৬,৮২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ট্রেড করছিল ২৩,৩৪৪ পয়েন্টে। সকাল ১০টা নাগাদ এই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩০০ পয়েন্ট পড়ে যায় আর এখন সকাল ১১টা ১৩ নাগাদ দেখা গিয়েছে সেনসেক্স ৭৭১ পয়েন্ট পড়ে ৭৬,৩০১-এর স্তরে ট্রেড করছে।


সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, টাটা মোটরস, আইটিসি, সান ফার্মা, এইচসিএল টেকনোলজিস ইত্যাদি শেয়ারের দাম বেড়েছে আজকের বাজারে। অন্যদিকে জোমাটো, আদানি পোর্টস, রিলায়েন্স, কোটাক মহিন্দ্রা, এনটিপিসি ইত্যাদি শেয়ারে বিপুল পতন এসেছে বাজারে। বড় ক্ষতি বিনিয়োগকারীদের।


নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচক ০.৯৬ শতাংশ পড়ে গিয়েছে। নিফটি কনজিউমার ডিউরেবলসের শেয়ার ২.২২ শতাংশ, নিফটি হেলথকেয়ারের সূচক ০.৬৪ শতাংশ পড়ে গিয়েছে। তথ্য অনুসারে আজকের বাজারে সকালেই বাজারের মোট মূলধন কমে গিয়েছে ৪.৫ লক্ষ কোটি টাকা।


কানাডা ও মেক্সিকোর উপরে ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর কারণে এশিয়ার আবেগের প্রকাশ দেখা গিয়েছে আজকের বাজারে। কিন্তু আজ ডলার ও মার্কিন ১০ বছরের বন্ড ইল্ড খানিকটা কমে যায়। অন্যদিকে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে ভারতীয় সংস্থাগুলির এই ফলাফল ভাল না হওয়ার কারণেও এই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Donald Trump: প্রেসিডেন্ট হতেই প্রথমে ধাক্কা ! 'ভয় পেলেন ট্রাম্প' , আজ ছুটবে ভারতের বাজার ?