Stock Market Crash: ভারতের শেয়ার বাজারে আজকের দিনটি মোটেও ভাল ছিল না। শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে সেনসেক্স ও নিফটি উভয় সূচকেই বড় পতন এসেছে। ৩০টি শেয়ারের সূচক সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট কমে গিয়েছে আর অন্যদিকে ৫০টি শেয়ারের সূচক (Stock Market News) নিফটি নেমে এসেছে ২৫ হাজারের নিচে। বাজারে কারেকশনের আবহ চলছে আর তাই অনেক শেয়ারেই সেল অফ দেখা গিয়েছে। অনেক বড় বড় সংস্থার শেয়ারের (Stock Market Crash) দামও ৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।

বাজাজ ফিনান্সের ত্রৈমাসিক ফলাফলের পরে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলির দামে পতন এসেছে। অন্যদিকে নিফটি অটো সূচকও আজ ১.৩ শতাংশ কমেছে। এর পাশাপাশি পিএসইউ ব্যাঙ্ক, আইটি, মেটালের মত আরও অনেক সেক্টরের সূচকে এসেছে পতন। বিএসই মিডক্যাপ সূচক ও স্মলক্যাপ সূচক যথাক্রমে ১.৩ শতাংশ এবং ১.৭ শতাংশ হ্রাস পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ৪.৭৫ লক্ষ কোটি টাকা কমে ৪৫৩.৫৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। কেন এই পতন ? জেনে নিন তিন বড় কারণ।

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তিতে বিলম্ব

ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমেরিকা জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের মত অনেক দেশের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করেছে। তবে ভারতের সঙ্গে এই বিষয়ে এখনও আলোচনা চলছে। শুল্ক আরোপের জন্য ১ অগাস্টের সময়সীমাও ঘনিয়ে এসেছে।

চাপের মুখে ব্যাঙ্কিং ও ফিনান্স স্টক

শেয়ার বাজারে লেনদেনের সময় ব্যাঙ্কিং ও ফিনান্স স্টকগুলিতে সবথেকে বেশি পতন এসেছে। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসে সূচক ১ শতাংশ এবং নিফটি ব্যাঙ্ক ৬০০ পয়েন্টেরও বেশি পতনে বন্ধ হয়েছে আজকের বাজার শেষে। নিফটি ৫০ সূচকের অধীনে বাজাজ গ্রুপের শেয়ারের দাম সবথেকে বেশি কমেছে। যথাক্রমে ৫.৫ শতাংশ এবং ৪.৫ শতাংশ শেয়ারের দাম কমেছে বাজাজ গ্রুপের। নিফটি ব্যাঙ্কের অধীনে ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক ৩ শতাংশেরও বেশি কমেছে।

বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে

গত ৪ দিনে ভারতের শেয়ার বাজার থেকে প্রায় ১১ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। আর এই ক্রমাগত FII-দের সেল অফ বাজারকে চাপে রেখেছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)