হুগলি: বিহারে এসআইআর, বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ইঙ্গিত। ভোটার তালিকা সংশোধন হলে, চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। রাজ্যকে মানতেই হবে, এরা কারা, যারা যারা এসেছে, কোথা থেকে এসেছে, বাংলায় কাউকে বাদ দিলে আমরাও, প্রতিবাদ করব, বলেন মিঠুন চক্রবর্তী। এবার আরামবাগে গিয়ে বিজেপি কর্মীদের সামনে হুঙ্কার ছুঁড়লেন মিঠুন চক্রবর্তী। বলেন 'মার খেয়ে বাড়ি আসবেন না, পারলে মারবেন। এই সরকার দুর্নীতিগ্রস্ত, রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই।' যদিও পালটা তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন, দৃঢ়প্রতিজ্ঞ হয়েও যাওয়া হল না বিকাশ ভবন, ISF কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে একবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ইডি-সিবিআই এর ভয়ে ছেড়ে দিয়েছিলেন।  বাংলার মাটির সঙ্গে কোনও যোগ নেই মিঠুনের। তিনি বলেন, মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি খুব সম্মান করি। এবং পলিটিশিয়ান হিসেবে আমি মনে করি, উনি একটা জোকার। উনি কোনও কিছু জানেন নাকি, হঠাৎ করে একদিন চলে আসে। 

বিধানসভা ভোটে তৃণমূলের সম্ভাব্য আসনসংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, যারা এসেছেন, তাদের বেছে বেছে তুলে নিলে, এই সরকার ৭০ টা আসনও পাবে না। এরই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে হেনস্থার অভিযোগে পুরোপুরি মিথ্যে বলেও দাবি করলেন তিনি। মিঠুন চক্রবর্তী ঘরের মধ্যে সানগ্লাস পড়ে আছেন বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। অভিনেতা থেকে নেতা হয়ে এবার কার্যত ভবিষ্য়ৎদ্রষ্টার ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। আসন্ন বিধানসভা ভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে ভবিষ্য়দ্বাণী করেন তিনি!

সম্প্রতি নরন্দ্র মোদির সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে হুঙ্কারও ছেড়েছিলেন। বর্তমানে ৪ দিনের রাজ্য সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তৃণমূলের আক্রমণের পাল্টা মুখ খোলেন তিনি।বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। যারা বেছে বেছে এখানে এসেছেন, সেই বেছে বেছেদের ফেলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম। ওইজন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। ওরা জানেন, যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে নিলে, এই সরকার ৭০ টা সিটও পাবে না। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)