নয়াদিল্লি: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়েই টালমাটাল পরিস্থিতি। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। সোমবার বাজার খুলতেই ভারতের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ফের নিম্নমুখী হল। রবিবারই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ১৩৯ ডলারে উঠে যায়। অবশ্য পরে তা ১৩০ ডলারে নেমে আসে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ইউক্রেন যুদ্ধের জেরে ১৪ বছরের রেকর্ড ভেঙে অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলার। বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, ৪০০ পয়েন্টের বেশি পড়ল নিফটি। 


সোমবার বাজার খুলতেই BSE সেনসেক্স 52,614-এ ছিল, 17,20 পয়েন্ট কমে গিয়েছে। NSE নিফটি 447 পয়েন্ট কমে হয়েছে 15,797। বিএসই প্ল্যাটফর্মের শেয়ার বর্তমানে নেগেটিভ ট্রেন্ডে রয়েছে । পাশাপাশি নিফটি মিডক্যাপ 100 সূচক 2.62 শতাংশ কমেছে। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যান্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার সবচেয়ে বেশি লোকসানে চলছে। এই শেয়ারগুলি চার শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে।


নিফটি মেটাল ইনডেক্স ছাড়া সেক্টোরিয়াল শেয়ারের ক্ষেত্রে নিফটি ব্যাঙ্ক, ফিনান্সিয়ালস, অটো, রিয়েলটি, ফার্মা, এফএমজিসি ১ থেকে ২ শতাংশ কমে লেনদেন হচ্ছে। বৃহত্তর বাজারে বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক নেতিবাচক ক্ষেত্রেই রয়েছে। 





এদিকে, বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের প্রভাব জ্বালানির বাজারে কতটা গভীর হয় এ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের প্রভাবে কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের জ্বালানি বাজার চড়া। এই মূল্যবৃদ্ধির প্রভাব ভোক্তারা এরইমধ্যে টের পেতে শুরু করেছেন, দৈনন্দিন জ্বালানি খরচের পাশাপাশি নিত্যপণ্যের খরচ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি আইন করার বিষয়টি “ভেবে দেখছেন” তাঁরা। আনা হতে পারে বিলও।


এদিকে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকা জ্বালানি তেলের দাম কমাতে মজুদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো। বাজারে সরবরাহ ঠিক রাখতে সম্প্রতি মজুদ থেকে ছয় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছে তারা। এর মধ্যে অর্ধেক তেল ছাড়বে যুক্তরাষ্ট্র, এমনটাই সূত্রের খবর।