মস্কো: লক্ষ্য পূরণে স্থির তিনি। অবিচলও। তাই যুদ্ধ করে কিংবা আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন করবেনই তিনি। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রোঁকে এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে সমাধান হয়নি কিছুই। বরং বাড়ছে উদ্বেগ। 


এদিকে, কিভ আক্রমণ বন্ধের ব্যাপারে রাশিয়া সাফ জানিয়েছে, ক্রেমলিনের দাবি পূরণ হোক। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে টেলিফোন বার্তায় রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের তরফে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিন এও বলেছেন, পরিকল্পনা অনুযায়ীই ইউক্রেনে ‘বিশেষ অপারেশন’ চালাচ্ছে রাশিয়া।


ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাঁদের সমস্ত শর্ত পূরণ হবে।


আরও পড়ুন, ইউক্রেনে বাড়ছে রুশ গোলা বর্ষণ, 'ক্ষমা করব না', হুঁশিয়ারি জেলেনস্কির


এবার ইউক্রেনের ইরপিনেও রাশিয়ার হামলা হয়েছে। রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ, দাউদাউ করে জ্বলছে বাড়ি। খারকিভে রাশিয়ার মিসাইল হানায় উড়ল গাড়ি। পাল্টা প্রত্যাঘাতে একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন। অন্যদিকে, ইউক্রেনের সুমিতে রুশ হামলা। এই শহরে এখনও আটকে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর। দিন ও সময় শীঘ্রই জানানো হবে, নির্দেশ পেলে দ্রুত সুমি ছাড়তে হবে, জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। খারকিভ স্টেশনে ভিড়। ট্রেনে চড়ে দেশ ছাড়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত ১১ দিনে দেশ ছেড়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলিতে। 


এই শরণার্থীরা, যাদের অধিকাংশই ইউক্রেনীয়, এখন আশ্রয় চেয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং মলদোভায়। রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য দুই দফা আলোচনা হয়েছে। তৃতীয় রাউন্ড ৭ মার্চ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।                


যদিও পিছু হটবেন না ইউক্রেনিয় প্রেসিডেন্টও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমা করবেন না। রবিবার গোটা ইউক্রেন জুড়েই লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় উদ্ধারকার্য ব্যাহত হয়েছে অনেকটাই, এমনটাই সূত্রের খবর।