Sensex Today: বৈশ্বিক বাজারে শক্তিশালী সঙ্কেতের প্রভাবে আজ দেশীয় শেয়ার বাজারের ওপেনিংয়েও ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। পতন কাটিয়ে আবার দৌড়তে শুরু করেছে সূচক। ভারতের শেয়ার বাজার (Stock Market Today) একটা তেজিভাব নিয়ে সকালের সেশনে চলছে। সেনসেক্স (Sensex Today) আবারও ৮০ হাজার পেরিয়ে, নিফটি পেরিয়েছে ২৪,৩০০-এর সীমা। টিসিএসের গতকালের ফলাফলের ভিত্তিতে আজ আইটি সেক্টরে গতি এসেছে। আইটি সূচক আজ বেড়েছে ২ শতাংশ। অন্যদিকে মিডিয়া সূচকও আজ ২.৪৭ শতাংশ বাড়তে (Stock Market High) দেখা গিয়েছে।
বাজারের শুরুতে কেমন ছিল সূচকের গতি
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৯৬.২৮ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে আজ ৮০,০৯৩ পয়েন্টে খোলে সকালের বাজারে। অন্যদিকে ন্যাশনাল এক্সচেঞ্জের সূচক ৭২ পয়েন্ট বেড়ে ২৪,৩৮৭ পয়েন্টে খোলে আজ। ফলে সকাল থেকেই বাজারে তেজিভাব বজায় থেকেছে। সাড়ে এগারোটার পরেই সেনসেক্স বাড়তে থাকে। ৮০,৮৯৩ পয়েন্টে চলে যায় সেনসেক্স। নিফটি ২৪,৫৯২ পয়েন্টে সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
সকালের সেশনে কেমন ছিল বাজার
আজ সকালে ৯টা ৪০ মিনিটে সেনসেক্স ২৫০.১৬ পয়েন্ট বেড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত এই সেনসেক্স ৮০,১৪৭-এর উপরেই রয়েছে। ৮০,২৯৪ পয়েন্টের নতুন উচ্চতা তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। অন্যদিকে নিফটি ৯৫.৮০ পয়েন্ট বেড়ে গিয়েছে। এর মধ্যে ২৪,৪৪০ পয়েন্টে নতুন স্তর তৈরি করে ফেলেছে।
BSE-র বাজার মূলধন
বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৫২.০৪ লক্ষ কোটি টাকায় এসেছে এখন ডলারের হিসেবে যা ৫.৪১ ট্রিলিয়ন। এর মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জে আজ ৩২৫২টি শেয়ার লেনদেন চলছে যার মধ্যে ১৮১৪টি শেয়ারে দাম বাড়তে দেখা গিয়েছে। ১০৮টি শেয়ারে আপার সার্কিট এসেছে আজকের বাজারে। ১৭১টি শেয়ার আজ তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে রয়েছে।
কোন শেয়ারের কী অবস্থা
সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে আজকের বাজারে ১৬টি স্টকের দাম বেড়েছে। টিসিএসের প্রথম ত্রৈমাসিকের ফলাফলের ভিত্তিতে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ২.৮০ শতাংশ। নিফটিতে ৩১টি স্টকের দাম বাড়ছে আজ। এর মধ্যে শ্রীরাম ফাইন্যান্স ৩.৬৭ শতাংশ দাম বেড়েছে।
ব্যাঙ্কিং স্টকে বিপুল উত্থান
ব্যাঙ্ক নিফটির ১২টি শেয়ারের মধ্যে ১০টি শেয়ারে আজ সবুজ সঙ্কেত। অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার আজ ১.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্ক নিফটি আজ বুলিশ এবং ইতিমধ্যেই ৫২৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে। তবে আজ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে এসেছে বেশি পতন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Credit Card: বাজারে থাকবে না এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, গ্রাহকদের কী হবে ?