কলকাতা : টি২০ বিশ্বকাপ জয়ের পর শেষ হয়েছে রাহুলের দ্রাবিড়ের কোচিং দায়িত্ব। ভারতের এবার নতুন হেড কোচ গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার পরেই তাঁর সামনে বড় পরীক্ষা আসতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ। যদিও গম্ভীরের ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার অর্থ, কলকাতা নাইট রাইডার্স তাদের মেন্টর হারাচ্ছে। যাঁর তত্ত্বাবধানে কেকেআর ২০২৪-এ আইপিএল জিতেছে। এদিকে একাধিক রিপোর্টে শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ হিসাবে গম্ভীরের সঙ্গে যোগ দিতে পারেন অভিষেক নায়ার। যার ফলে, ২০২৫ মরসুমে KKR কাকে কোচিংয়ের দায়িত্ব দেয় সেদিকেই তাকিয়ে ভক্তরা। এই পরিস্থিতিতে জল্পনায় উঠে আসে যে, গম্ভীরের জায়গা নিতে পারেন দ্রাবিড়। অর্থাৎ, কোচিংয়ের জন্য কেকেআরের পছন্দের তালিকায় নাকি রাহুলও রয়েছেন। যদিও সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক কালিসকে তাদের পরবর্তী কোচ হিসাবে বেছে নিতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।


একসময় KKR-এ  খেলেছেন কালিস। শুধু তা-ই নয়, গম্ভীরের নেতৃত্বে কেকেআরের ২০১২ ও ২০১৪ সালে আইপিএল ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর ২০১৫-এর মরসুমে এই দলের ব্য়াটিং কনসালট্যান্ট থেকেছেন। এরপর ট্রেভর বেইলিস দায়িত্ব ছেড়ে দিলে ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। 


২০১৯ সালের পর থেকে চারটি আইপিএল মরসুমে কেকেআর-এর হেড কোচ ছিলেন কালিস। এরপর এই দায়িত্ব ছেড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কনসালট্যান্ট হিসাবে যোগ দেন প্রাক্তন এই অলরাউন্ডার।


প্রসঙ্গত, দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, গম্ভীর যেহেতু টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে যোগ দিচ্ছেন, তাই KKR-এ কামব্যাক করতে পারেন কালিস। প্রসঙ্গত, গৌতম গম্ভীরই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হচ্ছেন বলে দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন BCCI-এর সচিব জয় শাহ। সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। এরপর গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা ছিল। শেষমেশ জানা যায়, তিনিই নিচ্ছেন দ্রাবিড়ের জায়গা। ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হওয়ার পর এক্স হ্যান্ডেলে গম্ভীর লেখেন, 'ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করাই আমার জীবনের সবথেকে বড় সুযোগ। আলাদা টুপি পরে ফিরে আসতে পেরে আমি সম্মানিত। কিন্তু, আমার লক্ষ্য একই, যেটা আগেও ছিল। আর সেটা হচ্ছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন বহন করে মেন ইন ব্লু। এবং আমি আমার ক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব তার সব করব যাতে এই স্বপ্ন সত্যি হয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।