Loksabha Election Results 2024: লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণাকে কেন্দ্র করে হাহাকার এখন ভারতের শেয়ার বাজারে। বিরাট ধস নেমেছে সূচকে। শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম এক ধাক্কায় ২০০০ পয়েন্ট কমে গেল নিফটি। অন্যদিকে সেনসেক্স (Stock Market Gainers) নেমেছে ৬০০০ পয়েন্ট। বিনিয়োগকারীরা হারিয়েছেন একদিনেই ৪৫ লক্ষ কোটি টাকা। আর এই দোলাচল, বিরাট পতনের চাপের মধ্যেও দুরন্ত গতি দেখিয়েছে কিছু কিছু স্টক (Stock Market Crash)। যেখানে সেনসেক্স প্রায় ৩.৫ শতাংশের কাছাকাছি পড়ে গিয়েছে সেখানে এই স্টকগুলিতে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত দাম বাড়তে দেখা গিয়েছে। আর এর মধ্যে এফএমসিজি সেক্টরের ডাবর, ম্যারিকো, হিন্দুস্তান ইউনিলিভার, হিরো মোটোকর্প ইত্যাদি স্টক আজ সবুজেই (Top Gainers) ক্লোজিং দিয়েছে।


কেন বাড়ল এফএমসিজি স্টকগুলির দাম


নরেন্দ্র মোদির নেতৃত্বে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এখন অন্যান্য রাজনৈতিক দলের সাহায্যে দেশের মন্ত্রীসভা গঠন করা হবে। কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এবারের লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে। সম্প্রতি বাজার বিশেষজ্ঞ প্রভুদাস লীলাধর জানিয়েছিলেন যে, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে পাওয়ার, এফএমসিজি, রিটেইল, টু-হুইলার, এন্ট্রি লেভেল যাত্রীবাহী গাড়ি, রিয়েল এস্টেট, ই-কমার্স সংক্রান্ত লজিস্টিকস, কনজিউমার ডিউরেবলস ইত্যাদি সেক্টর বেশ ভাল পারফর্ম করবে।


কোন শেয়ারের দাম বেড়েছে আজ


দেখা গিয়েছে আজকের বাজারে ভোটের ফল ঘোষণার পর নিফটি এফএমসিজি সূচক ০.৮১ শতাংশ বেড়ে গিয়েছে। এই সূচকের অধীনে থাকা শেয়ারগুলির মধ্যে ডাবর ইন্ডিয়া ৬.৪৪ শতাংশ, হিন্দুস্তান ইউনিলিভার ৫.৭২ শতাংশ, কোলগেট ৪.৪৪ শতাংশ, ইউনাইটেড ব্রিউয়ারিজ ৪.৩০ শতাংশ, ব্রিটানিয়া ৩.৩৩ শতাংশ, ম্যারিকো ৩.১৬ শতাংশ বেড়েছে আজকের বাজারে। অন্যদিকে নেসলে, গোদরেজ কনজিউমারের শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ২.২৩ শতাংশ এবং ১.৭২ শতাংশ। এফএমসিজি ছাড়াও অটো সেক্টরের হিরো মোটোকর্পের শেয়ারের দাম আজ ২.৪৫ শতাংশ বেড়েছে।


কেন এফএমসিজি সেক্টরেই বিনিয়োগ বাড়ল আজ


গ্রামাঞ্চলের দিকে এফএমসিজি, অটো থেকে কনজিউমার ডিউরেবলসের চাহিদা বেশ অনেকটাই কম। বিনিয়োগকারীরা ভেবেছেন যে জোট সরকার ক্ষমতায় এলে কংগ্রেস তাঁর পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক দরিদ্র মহিলার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে বার্ষিক দান করবে। এমনকী কৃষকরাও যাতে তাদের ফসলের সঠিক দাম পান, সেই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ফলে যদি কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠনে সফল হয়, সেক্ষেত্রে গ্রামীণ মানুষদের অনেক উপকার হবে। এর ফলে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে এবং তাঁর ফলে এই দুই সেক্টরের সংস্থাগুলির ব্যবসা ভাল হবে।


আরও পড়ুন: Share Market Crash: জমল না মোদি ম্যাজিক, বিরাট ধসে ২৬ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা