নয়াদিল্লি : কার্যত অধিকাংশ এক্সিট পোলই মুখ থুবড়ে পড়ার মুখে। আগের বারের ফলাফল BJP ধরে রাখতে পারবে কি না তা নিয়ে এখন বড়সড় সংশয় দেখা দিয়েছে। বিজেপির একের পর এক হেভিওয়েট প্রার্থীর মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত রয়েছে। সেই তালিকায় রয়েছেন বিজেপির মহিলা প্রার্থীরাও। তবে, এগিয়েও রয়েছেন কেউ কেউ।


একনজরে বিজেপির মহিলা প্রার্থীরা কোথায় দাঁড়িয়ে ?



  • উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে এগিয়ে হেমা মালিনী (Hema Malini) ধর্মেন্দ্র দেওয়াল

  • হিমাচলপ্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত এগিয়ে।

  • উত্তরপ্রদেশের অমেঠী কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি

  • উত্তরপ্রদেশের সুলতানপুর কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী মেনকা সঞ্জয় গান্ধী।

  • বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র পিছিয়ে।

  • হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে।

  • তবে সুষমা-স্বরাজের মেয়ে বাঁশুরী স্বরাজ নিউ দিল্লি কেন্দ্রে এগিয়ে রয়েছেন।

  • হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা কোম্পেল্লা পিছিয়ে।

  • চেন্নাই দক্ষিণ আসনে পিছিয়ে বিজেপি প্রার্থী তামিলিসাই সৌন্দরারাজন।


প্রসঙ্গত, অমেঠীতে গণনার শুরু থেকেই কার্যত টানা পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী (BJP Candidate) স্মৃতি ইরানি (Smriti Irani)। এই পরিস্থিতিতে পুনর্গণনার দাবি জানিয়েছেন স্মৃতি। Amethi Lok Sabha Election Results 2024


২০১৯ সাল পর্যন্ত গান্ধী পরিবারের আধিপত্য বজায় ছিল আমেঠিতে। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। যা ছিল কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা। প্রায় ৫৫ হাজার ভোটে জিতেছিলেন স্মৃতি। তার আগে ২০০৪ থেকে ২০১৯ সালে পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল।


একনজরে গোটা দেশের চিত্র ?


NDA-কে জোর টক্কর দেওয়ার পথে I.N.D.I.A ব্লক। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭৬ আসনে। I.N.D.I.A জোট এগিয়ে ২৪৫ আসনে।অন্যান্যরা এগিয়ে ২২টি আসনে। উত্তরপ্রদেশে ৪৪ আসনে এগিয়ে I.N.D.I.A, এনডিএ এগিয়ে ৩৫ আসনে। মহারাষ্ট্রে ২৯ আসনে এগিয়ে I.N.D.I.A, এনডিএ এগিয়ে ১৮ আসনে। রাজস্থানে ১৪ আসনে এগিয়ে I.N.D.I.A, এনডিএ এগিয়ে ১১ আসনে। মধ্যপ্রদেশে ২৯ আসনেই এগিয়ে এনডিএ। গুজরাতে ২৪ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২ আসনে। তামিলনাড়ুতে ৩৭ আসনে এগিয়ে I.N.D.I.A, এনডিএ এগিয়ে ১ আসনে। কর্ণাটকে ১৮ আসনে এগিয়ে এনডিএ, I.N.D.I.A এগিয়ে ১০ আসনে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।