Stock Market Update: এই সপ্তাহে শেয়ার বাজারে মোট ৫ দিন ধরেই পতনের সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে (Share Market) এসেও পতনে বন্ধ হয়েছে বাজার। বিগত ৫ দিনে বিনিয়োগকারীরা মোট ১৮ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বাজারে। শুধু শুক্রবারেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক (Stock Market Loss) সেনসেক্স ১১৭৬ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে নিফটি ৫০-ও ৩৬৪.২০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে। তবে মোতিলাল অসওয়াল ওয়েলথ ম্যানেজমেন্টের মতে এই বছরের শেষ সপ্তাহে শেয়ার বাজারে (Stock Market Update) আবার হাসি ফুটবে, পকেট ভরবে বিনিয়োগকারীদের।
বম্বে স্টকে এক্সচেঞ্জে পতন
বিগত পাঁচদিন ধরে পরপর পতনের দরুণ বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন এসে নেমেছে ৪৪১ লক্ষ কোটি টাকায়। ৮.৭৭ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে শুধু শুক্রবারেই। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এই সপ্তাহে ৫ শতাংশ পড়ে গিয়েছে। সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি পতন দেখেছে এই সপ্তাহে। ১৩ ডিসেম্বর সেনসেক্স ছিল ৮২,১৩৩-এর স্তরে, শুক্রবার এই সূচক বন্ধ হয় ৭৮,০৪১-এর স্তরে। নিফটিও ২৪,৭৬৮ স্তর থেকে পড়ে যায় ২৩,৫৮৭-এর স্তরে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বড় ধস
দেশের বাজারে সবথেকে বড় শেয়ার রিলায়েন্সের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ১২১০ টাকায় এসে বন্ধ হয়েছে। ৫ শতাংশ দাম পড়ে এই সংস্থার বাজার মূলধন এসে থামে ৮৫,৫২৫ কোটি টাকায়। রিলায়েন্সের শেয়ারের দাম এখন এর সর্বকালীন উচ্চতা থেকে ২৫ শতাংশ পতনে রয়েছে।
বছরের শেষে বদলানোর সম্ভাবনা বাজারে
এত ক্রমিক পতন সত্ত্বেও বিশেষজ্ঞদের অনুমান ২০২৪ সালের শেষ দিকে বাজারে ইতিবাচক দৌড় দেখা যাবে। মোতিলাল অসওয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট সংস্থার মতে নিফটি বার্ষিক ১৩ শতাংশ মুনাফা দেবে এই বছরের শেষে। ২০২৪-এ ভারতের বাজার নানাবিধ বৈশ্বিক ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। এছাড়া প্রভাব ফেলেছে ভারতের বাজেট এবং নির্বাচন। নিফটি ২৬,২৭৭-এর স্তরে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছে এই বছর।
২০২৫-এ কী হবে
এই রিপোর্টে বলা হয়েছে ২০২৫ সালে বাজারের পারফরম্যান্স দুই রকম হতে চলেছে। প্রথমার্ধে হবে কনসলিডেশন এবং পরের অর্ধে বাজার ঘুরে দাঁড়াবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Front Running Case: ২১ কোটি টাকার জালিয়াতি শেয়ার বাজারে, এই ৯ সংস্থাকে নিষিদ্ধ করল সেবি