Share Market: গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)উপলক্ষে আজ বন্ধ ভারতের শেয়ার বাজার (Stock Market)। দেশজুড়ে ব্যাপক উৎসাহে  পালিত হচ্ছে গণেশের আগমন উৎসব। এই দিনে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক ছুটি (Bank Holiday)  থাকবে। 


Sensex:আজ বন্ধ থাকবে শেয়ারবাজার 
আজ 19 সেপ্টেম্বর 2023 দেশের সব স্টক এক্সচেঞ্জে কোনও কাজ হবে না। গণেশ চতুর্থী উপলক্ষে লেনদেন বন্ধ থাকবে। BSE অর্থাৎ Bombay Stock Exchange এবং NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। বিএসই-এর ওয়েবসাইট bseindia.com-এ এই সম্পর্কে অফিসিয়াল তথ্য দেওয়া হয়েছে। আজ অফিসিয়াল ছুটির তালিকায় 19 সেপ্টেম্বর ছুটি লেখা আছে।


Nifty: সেপ্টেম্বরে মাত্র একটি ছুটি
গণেশ চতুর্থী উপলক্ষে সেপ্টেম্বরে একটি ছুটির পরে শেয়ার বাজারে পরবর্তী ছুটি রয়েছে 2 অক্টোবর। মহাত্মা গাঁধীর জন্মদিন উপলক্ষে শেয়ার বাজার বন্ধ থাকবে। শেষবার শেয়ারবাজার বন্ধ ছিল গত মাসের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি ছিল স্টক মার্কেটে।


আজ ইক্যুইটি, ডেরিভেটিভস এবং কমোডিটি সেগমেন্টে ছুটি থাকবে
আজ গণেশ চতুর্থী উপলক্ষে ইক্যুইটি সেগমেন্টের পাশাপাশি ডেরিভেটিভস এবং কমোডিটি সেগমেন্টে লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও, স্টক মার্কেটের ছুটির তালিকা অনুসারে, 19 সেপ্টেম্বর কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্টে লেনদেন করা হবে না। পাশাপাশি কমোডিটি এবং ইলেকট্রনিক সোনার রসিদ (ইজিআর) এর কোনও লেনদেন হবে না।


 


SBI Chocolate Scheme: ঋণের টাকা না দিলেই বাড়িতে চকোলেট !