মুম্বই: বাজেট ঘোষণার দিনে শেয়ার বাজার তেজি থাকলেও সপ্তাহের শুরুতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। সোমবার মার্কেট খুলতেই একধাক্কায় সেনসেক্স কমল অনেকটাই। পাশাপাশি পতন হয়েছে নিফটিরও। প্রায় ১.৩৫ শতাংশ পড়ে গিয়েছে দুই শেয়ার সূচক। 


এই মুহূর্তে শেয়ার বাজারের কী পরিস্থিতি? দুপুর সাড়ে ১২টায় পাওয়া শেষ তথ্য অনুযায়ী, স্টক মার্কেটে একটি বিশাল পতন দেখা গিয়েছে। ১.৩৫ শতাংশ কমে সেনসেক্স রয়েছে ৭৯১.২৯ পয়েন্টে। এর আগে সেনসেক্স ৮০০-এর বেশি পয়েন্ট নেমে ৫৭৮৫০ পয়েন্ট হয়ে গিয়েছে। এর পাশাপাশি নিফটিতেও ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। NSE এর নিফটি ২৩৪.৬০ পয়েন্ট বা ১.৩৪ শতাংশের বিশাল পতনের পরে ১৭ হাজার ২৮১ পয়েন্টে রয়েছে। 


কমেছে ব্যাঙ্ক-এর নিফটি সূচকও। সেটি কমেছে ৪২০ পয়েন্ট। ব্যাঙ্ক নিফটি বর্তমানে ১.২৪ শতাংশ কমে গিয়েছে। ১২টি ব্যাঙ্কিং স্টকের মধ্যে ১২টিই রয়েছে রেড অ্যালার্ট জোনে। এফএমসিজি, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবাগুলিও মন্দার সঙ্গে বাজারে লেনদেন চালাচ্ছে। স্টক মার্কেটে এখনও পর্যন্ত লাভের মুখ দেখেছে এলএন্ডটি, এইচডিএফসি লাইফ, এইচডিএফসি ব্যাংক, হিরো মোটোকর্প এবং বাজাজ ফাইন্যান্সের শেয়ারগুলি। টাটা স্টিল, এনটিপিসি, পাওয়ারগ্রিড এবং ওএনজিসির শেয়ার সামান্য বেশি রয়েছে। 


এই সপ্তাহে বিশ্বের সূচকগুলোতেও অবস্থাও পরিষ্কার নয়। জিও পলিটিক্যাল অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বাজারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। তার ওপর এফআইআইগুলি এখনও বিক্রির মেজাজে রয়েছে। তাদের অবস্থানও বাজারের দিক নির্দেশ করতে পারে।                                                  


মার্কেট প্রসঙ্গে স্বস্তিকা ইনভেস্টমার্টের রিসার্চের প্রধান সন্তোষ মীনা জানান, দেশীয় সূচকগুলি এই সপ্তাহে বাজারকে গাইড করবে৷ ৯ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক পর্যালোচনা সভার ফলাফলের দিকে সকলের নজর থাকবে। এছাড়া বাজারের দিক থেকে কোম্পানিগুলোর ত্রৈমাসিকের ফলাফল একটি গুরুত্বপূর্ণ বিষয়।