সমীরণ পাল, ভাটপাড়া : পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংয়ের আত্মীয়। ২০১৯-এ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিং। নির্বাচনে না দাঁড়ালেও তাঁকে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়।
ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তৃণমূলের প্রভাবশালী নেতা সঞ্জয় সিংহ তো গেরুয়া শিবিরে যোগ দেনই। সঙ্গে নিয়ে যান কয়েশো কর্মীও। রবিবার বিকেলে সাংসদ অর্জুন সিংহের হাত থেকে পদ্ম পতাকা নেন তিনি। এই প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংহ বলেন, তৃণমূলে সঞ্জয় সিংহ যোগ্য সম্মান পাননি। পুরভোটে সঞ্জয় সিংহ লড়াই করবে, জানান অর্জুন। সেইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, সামনে আরও বড় চমক তো অপেক্ষা করছে, এই তো সবে ট্রেলার।
আরও পড়ুন :
একই ওয়ার্ডে তৃণমূলের দুই প্রার্থীর প্রচার, কে আসল প্রার্থী?
পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল নেতা বলেন, টাকার বিনিময়েই অস্বচ্ছ ভাবমূর্তির লোকদের প্রার্থী করছে তৃণমূল। পুরভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলত্যাগী নেতার। বিজেপির চর হিসেবে দলে ছিলেন, তাই টিকিট মেলেনি, পাল্টা দাবি তৃণমূলের।
২০১৯ সালে লোকসভা ভোটের মুখেই তৃণমূল শিবিরে আঘাত নেমে আসে। ব্যারাকপুরের প্রভাবশালী নেতা অর্জুন সিংহ যোগ দেন বিজেপিতে। অর্জুন পদ্মশিবিরে যাওয়ার পর তৃণমূল দলে টানে অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংহকে। তিনি ছিলেন সিপিএমে।
পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছেই। এর আগে, প্রার্থী হতে না পেরে গারুলিয়াতেও তৃণমূলে ভাঙন ধরে। দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন বিদায়ী কাউন্সিলর ও এক তৃণমূল নেতা। টিকিট না পেয়েই বিজেপিতে যোগদান, জানিয়েছেন তৃণমূলত্যাগী দুই নেতা-নেত্রী। তৃণমূল সম্মান না দেওয়ায় দলত্যাগ, দাবি বিজেপির। অন্যদিকে, পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ। টিকিট না পেয়ে দল ছাড়ার ঘোষণা তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী করেছে গৌতম চক্রবর্তীকে। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল দলত্যাগ করার কথা জানান গোবরডাঙা পুরসভার দু’ বারের চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর সমর্থনে স্লোগানও দেন তৃণমূল কর্মীদের একাংশ।