Share Market:'পতনের গাড়ি থমকাল উত্থানের স্পিডব্রেকারে'। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ঘোষণা হতেই দুরন্ত গতি দেখাল ভারতীয় শেয়ার বাজার। এদিন ট্রেডিং সেশনের শেষে নিফটি ও সেনসেক্সে দারুণ গতি দেখিয়েছে বুলস।


Stock Market Closing: কোথায় বন্ধ হয়েছে শেয়ার বাজার ?
RBI-এর রেপো রেট 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি সত্ত্বেও এদিন দেশের স্টক মার্কেটে কেনাকাটা ফিরে এসেছে। যে কারণে দুর্দান্ত গতিতে বন্ধ হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ। আজ ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 1017 পয়েন্ট বেড়ে 57,426 পয়েন্টে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 276 পয়েন্টের লাফ দিয়ে 17,094 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market: রেপো রেট চিন্তায় ফেলেনি বাজারকে
বাজারের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল রেপো রেট বৃদ্ধির দুঃসংবাদও বাজার 'হজম' করেছে এদিন। এর পরেও ব্যাঙ্কিং স্টকগুলিতে কেনাকাটার ধুম পড়ে যায়। নিফটি ব্যাঙ্ক 984 পয়েন্ট 2.61 শতাংশ বেড়ে 38,631 পয়েন্টে বন্ধ হয়েছে। আইটি, অটো, ফার্মা, মেটাল, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস খাতের শেয়ারও বেড়েছে। 


মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলিও তীব্র গতি দেখিয়ে দৌড়থামিয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে 41টি স্টক সবুজে বন্ধ হয়েছে। সেখানে 9টি শেয়ার লালে বন্ধ হয়েছে। পাশাপাশি 30টি সেনসেক্সের স্টকগুলির মধ্যে, 25টি স্টক গতি দেখিয়ে বন্ধ হয়েছে। যেখানে 5টি শেয়ার লালে ছুট থামিয়েছে৷বাজারে 3538টি শেয়ারের মধ্যে 2327টি শেয়ার সবুজে বন্ধ এবং 1112টি শেয়ার কমেছে। ৯৯টি শেয়ারের দামে কোনো পরিবর্তন হয়নি। 


এই স্টকগুলি বেড়েছে


আমরা যদি আজকের স্টকগুলির দিকে তাকাই তাহলে ভারতী এয়ারটেল 4.49 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 3.78 শতাংশ, Bajaj Finance 3.28 শতাংশ, Titan Company 2.93 শতাংশ, HDFC Bank 2.93 শতাংশ, Kotak Mahindra 2.69 শতাংশ, Bajaj Finserv 2.63 শতাংশ, Tata Steel 52 শতাংশ দ্রুত গতি দেখিয়ে বন্ধ হয়েছে।


আজ কমেছে এই শেয়ার
পতনশীল স্টকগুলির মধ্যে এশিয়ান পেইন্টসও আজ হ্রাস পেয়েছে। 1.26 শতাংশ কমে 3342 টাকায় বন্ধ হয়েছে এই স্টক। ডাঃ রেড্ডি 0.61 শতাংশ, আইটিসি 0.32 শতাংশ, টেক মহিন্দ্রা 0.23 শতাংশ, এইচইউএল 0.18 শতাংশ কমেছে।