F&O Expiry Date: স্টক মার্কেটে ট্রেডিং সংক্রান্ত নিয়মে বড় বদল আসতে চলেছে। আগামী ৪ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE Update) পক্ষ থেকে এই আপডেট দেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষের (Stock Market Trading) শুরু থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
একটি সার্কুলার জারি করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে নিফটির ফিউচারস অ্যান্ড অপশনসের এক্সপায়ারির (Expiry Date) দিন এবার থেকে বৃহস্পতিবারের বদলে হবে সোমবার। এক্সপায়ারি উইকের বৃহস্পতিবারের বদলে এবার থেকে সোমবারে এক্সপায়ারি হবে ফিউচারস অপশনসের কনট্রাক্ট। তবে নিফটির মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক কন্ট্রাক্টের এক্সপায়ারির দিনও এক্সপায়ারি মাসের শেষ বৃহস্পতিবার থেকে বদলে করা হয়েছে শেষ সোমবারে।
শুধু যে নিফটির কন্ট্রাক্টের এক্সপায়ারির দিন বদলে যাবে তাই নয়, এবার থেকে ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, নিফটি মিডক্যাপ সিলেক্ট এবং নিফটি নেক্সট ৫০-র কন্ট্রাক্টের এক্সপায়ারির দিনও এবার থেকে বৃহস্পতিবারের বদলে হবে সোমবারে। এক্ষেত্রেও আগামী ৪ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিবৃতিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, '৪ এপ্রিল ২০২৫ থেকে এই সার্কুলার কার্যকর হবে। সমস্ত বর্তমান কন্ট্রাক্টের এক্সপায়ারি দিন এপ্রিল থেকে 'নিউ এক্সপায়ারি ডে'-তে বদলে যাবে। আগামী ৩ এপ্রিল দিনের শেষে নতুন কন্ট্রাক্ট ফাইল তৈরি হবে যেখানে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট কন্ট্রাক্টের নতুন এক্সপায়ারির তারিখ। আর এই নতুন কন্ট্রাক্টের দিন কার্যকর হবে ৪ এপ্রিলের ট্রেডিংয়ের জন্য'।
গত বছর বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স, ব্যাঙ্কেক্স, সেনসেক্স ৫০-র মাসিক কন্ট্রাক্টের এক্সপায়ারির দিন বদলে করেছিল প্রতি এক্সপায়ারি মাসের শেষ মঙ্গলবার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হয়েছিল। সেনসেক্সের সাপ্তাহিক কনট্রাক্টও মঙ্গলবারে এক্সপায়ারি হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market: এই ৩০টি স্টকে ৬ মাসে ৫০ শতাংশ পর্যন্ত ধস নেমেছে, আপনার পোর্টফোলিওতে আছে এগুলি ?