গোয়া: গোল করতে পারার ক্ষমতার অভাবকেই বারবার হারের জন্য দায়ী করে থাকেন মহমেডান এসসি-র ভারতীয় কোচ মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। মঙ্গলবার এফসি গোয়ার কাছে হারার পরও (FC Goa vs Mohammedan Sporting) সেই একই ব্যাখ্যা করলেন তিনি। তবে এও স্বীকার করেন যে, প্রথম আইএসএল মরশুম থেকে যে শিক্ষা তারা পেলেন, তা পরবর্তী মরশুমে অবশ্যই কাজে লাগাতে হবে তাদের।


মঙ্গলবার মহমেডানকে ২-০-য় হারিয়ে চলতি লিগের ১৪ নম্বর জয়টি তুলে নেয় এফসি গোয়া। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ইকের গুয়ারৎজেনা প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৮৬ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বল মহমেডানের গোলকিপার পদম ছেত্রীর হাতে লেগে বল তাদের গোলে ঢুকে পড়ায় ব্যবধান আরও বেড়ে যায়। এই জয়ের ফলে সেমিফাইনাল ও লিগ পর্বের শেষ ম্যাচে শিল্ডজয়ী মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের ভাণ্ডার পূর্ণ করে রাখল সাগর পাড়ের দল।


লিগের শেষ অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্স সম্পর্কে মেহরাজউদ্দিন ম্যাচের পর বলেন, “আমরা ম্যাচ হেরেছি ঠিকই, তবে ভাল খেলেছি। দুটো গোলই সেট পিস থেকে খেয়েছি, যা মেনে নেওয়া একটু কঠিন। প্রথমার্ধে গোল খাওয়ার পর আমরা লড়াই শুরু করি এবং শেষ পর্যন্ত লড়ে গেছি, যতক্ষণ না দ্বিতীয় গোল হয়েছে। তবে হ্যাঁ, এটাই পুরো মরশুমের ছবি— আমরা সুযোগ তৈরি করেও গোল করতে পারছি না, আজও তা-ই হয়েছে”।


কেন প্রতিপক্ষের গোলের সামনে তাদের ফিনিশিং ঠিকঠাক হচ্ছে না, তা জানতে চাইলে মেহরাজউদ্দিন বলেন,
“আমি মনে করি এটা মানের বিষয়। যদি দলে ভাল মানের ফিনিশার না থাকে, তাহলে ভুগতেই হবে। আমরা প্রতি ম্যাচেই সুযোগ তৈরি করার চেষ্টা করি এবং প্রায়ই দু-তিনটে গোল করার মতো সুযোগ পাই। কিন্তু আক্রমণে আমরা গুণগত মানের ঘাটতিতে ভুগছি”।


আইএসএলের প্রথম মরশুম থেকে মহমেডান এসসি যে অভিজ্ঞতা অর্জন করল, তা আগামী মরশুমে কাজে লাগাতে চান দলের কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি আইএসএলের প্রথম মরশুমে শেখার মতো অনেক কিছু ছিল। আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। প্রথম মরশুম থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে। তবে যেসব ভুল বা সমস্যা এই মরশুমে হয়েছে, আমাদের নিশ্চিত করতে হবে যে, আগামী মরশুমে সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়”।


লিগে তাদের শেষ ম্যাচ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, আগামী সোমবার। সেই ম্যাচ জিতেই শেষ করতে চান বলে জানালেন মহমেডান কোচ। বলেন, “প্রতিটি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামি। আজকের ম্যাচও জিততে চেয়েছিলাম। পরের ম্যাচ আমাদের ঘরের মাঠে, তাই সেটি আমাদের সমর্থকদের জন্য জিততে চাই এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব”।


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: টানা ৮ ম্যাচে জয়হীন মহমেডান, মোহনবাগান ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগে গোয়া