Share Market LIVE: শুরুটা খারাপ হল না। সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে বিশ্ববাজারের সঙ্গে অনেকটাই তাল মিলিয়ে খুলল ভারতীয় শেয়ার বাজার। মূলত, ব্যাঙ্কিং খাতের শেয়ারে গতি আসায় বাজারে এই উচ্ছ্বাস। 


Stock Market Opening: আজ সূচকের কী অবস্থা ?
এদিন বাজারে BSE সেনসেক্স 234 পয়েন্টের লাফ দিয়ে 60,855 এ খোলে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 72 পয়েন্টের বেড়ে 18096 -তে খুলেছে। বাজার এখন সেনসেক্স 400 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 61,028-তে ট্রেড করছে। যেখানে নিফটি 110 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 18,137 পয়েন্টে ব্যবসা করে অন্যদিকে, ইন্ট্রাডে ব্যাঙ্ক নিফটিতে দুর্দান্ত গতি দেখা গিয়েছে। আজ ব্যাঙ্ক নিফটি  43000 পয়েন্ট অতিক্রম করেছে।


Share Market LIVE: আজ সেক্টরের অবস্থা
আজকের ব্যবসায়, রিয়েল এস্টেট ও ভোগ্যপণ্য ছাড়া বাকি সব খাতের শেয়ারে পতন হয়েছে। এখানে ব্যাঙ্কিং, আইটি, অটো, মেটাল, এনার্জি, এফএমসিজি ও ইনফ্রা খাতের শেয়ারে কেনাকাটা দেখা যাচ্ছে। স্মল ক্যাপগুলিতে বুম থাকলেও  নিফটি মিডক্যাপ পতনের সঙ্গে ব্যবসা করছে। আজ বাজার খোলার পরে 30টি সেনসেক্স স্টকের মধ্যে, 24টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 6টি পতনের সঙ্গে লেনদেন করছে৷ পাশাপাশি নিফটির 50টি স্টকের মধ্যে 34টি স্টক নিচে ট্রেড করছে। তবে 16টি লাভের মুখ দেখতে পেরেছে। 


Stock Market Opening: ব্যাঙ্কিং স্টকে ব্যাতিক্রমী ইয়েস ব্যাঙ্ক
আজ ব্যাঙ্কিং স্টকে দারুণ বৃদ্ধি দেখা গেলেও ইয়েস ব্যাঙ্কের শেয়ারে বড় পতন দেখা গেছে। স্টকটি 10 ​​শতাংশের বেশি নিচে নেমে গেছে। মূলত,ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল বিনিয়োগকারীদের  হতাশ করায় এই পরিসস্থিতির সৃষ্টি হয়েছে। 


বুলিশ স্টক
আজকের সেশনে Tata Motors 1.25%, Kotak Mahindra 1.18%, HDFC 1.09%, HDFC Bank 1.03%, SBI 0.98%, IndusInd Bank 0.95%, Bharti Airtel 0.93%, ICICI Bank 0.92%, Power Grid 1.80% বেড়েছে


পতনের স্টক
আজকের ট্রেডিং সেশনে, UltraTech Cement 1.61%, NTPC 1.16%, JSW Steel 1.08%, Adani Ports 0.93%, Adani Enterprises 0.72%, Dr Reddy Labs 0.46%, Tata Steel 0.41%, Grasim 0.26%, Suenzuit 0.26% 0.17 শতাংশ, টাটা কনজিউমার 0.14 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.14 শতাংশ, এইচডিএফসি লাইফ 0.05 শতাংশ কমেছে।


Share Market: বিশ্ববাজারে মন্দার মাঝেই আশা জাগাচ্ছে ভারতের শেয়ার বাজার। মার্কিন বাজারে অস্থিরতা সত্ত্বেও আজ সবুজে ট্রেড করছে সেনসেক্স , নিফটি। মূলত, তলানি থেকে চিনের বাজার ঘুরে দাঁড়াতেই দালাল স্ট্রিটে এই প্রভাব। আজ ট্রেডিংয়ে নজর দিতে পারেন ব্যঙ্কিং স্টকগুলির দিকে।


আরও পড়ুন : Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কে বেশি সুদ, কত লাভ পাবেন আপনি ?