নয়াদিল্লি:  বিশ্ববাজারের মিশ্র সংকেতের পর আজ দেশের শেয়ার বাজার (Share Market) শুরু হল সবুজ চিহ্ন দিয়েই। আজ (BSE) বম্বে স্টক এক্সচেঞ্চ (বিএসই)-র সূচক সেনসেক্স  ৫৫.৫৩ পয়েন্ট বেড়ে ৫৮,৭১৯.৮৬ পয়েন্টে খোলে। অন্যদিকে, (NSE) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনইসি)-র সূচক ২২.৭৫ পয়েন্ট বেড়ে ১৭,৫২৬.১০ পয়েন্ট খুলেছে। 


বিশ্ব বাজারে মিশ্র সংকেত


এশিয়ার শেয়ার বাজারে মিশ্র ফলাফল দেখা গিয়েছে।  হংকং, নিক্কেই, হ্যাংসাং, তাইওয়ান, কোসপি, সাংঘাই কম্পোজিটে লাল সংকেতে দেখা গিয়েছে। এছাড়া জাকার্তা ও  সেট কম্পোজিটে সবুজ নিশান রয়েছে। সেইসঙ্গে সিঙ্গাপুরের এক্সচেঞ্জ ও এসজিএক্স নিফটি আজ ০.৩৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। আমেরিকার বাজারে নেসডেকে দেখা গিয়েছে লাল নিশান।


যে শেয়ারগুলি নিম্নমুখী


সেনসেক্সে টপ-৩০ শেয়ারের কথা বললে ৯ টি স্টক লাল চিহ্নে দেখা গিয়েছে। এছাড়া বাকি ২১ টি শেয়ারের চিহ্ন সবুজ। আজ সবচেয়ে বেশি লোকসানে চলেছে রিলায়েন্স। এছাড়া ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেন্টস ও নেসলে সহ কয়েকটি শেয়ারে লাল চিহ্ন দেখা গিয়েছে।


যে শেয়ারগুলি বৃদ্ধি পেয়েছে


যে শেয়ারগুলিতে তেজি ভাব দেখা গিয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এয়ারটেলের শেয়ার। এয়ারটেলের শেয়ার ১.৭৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে লেনদেন হচ্ছে। এছাড়াও সান ফার্মা, এনটিপিসি, পাওয়ারগ্রিড, এইচসিএল টেক, টিসিএস, এসবিআই ও অ্যাক্সিস ব্যঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এলটি, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ অটো, আইটিসি সহ ২১ শেয়ারে তেজি ভাব রয়েছে। 


সেক্টোরিয়াল ইনডেক্সেও রয়েছে তেজি ভাব


সেক্টোরিয়াল ইনডেক্সের কথা বললেন আজ শুধু মাত্র মেটালের ক্ষেত্রে লাল চিহ্ন দেখা যাচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক নিফটি, অটো, ফাইন্সিয়াল সার্ভিসেস, আইটি, মিডিয়া, ফার্মা, পিএসইউ ব্যাঙ্ক, প্রাইভেট ব্যঙ্ক, রিয়েলটি, হেল্থকেয়ার, কনজিউমার ডিউরেবল ও অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে সূচক উর্ধ্বমুখী। 


বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি)  আগামী অর্থবর্ষে  ৯.৮ শতাংশের বর্ধিত হারে  ৮.৫ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।আর এই খবর উৎসাহ যুগিয়েছে লেনদেনকারীদের মধ্যে।  সেইসঙ্গে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি ও রেগুলেশন অফ ডিজিটাল কারেন্সি বিল, ব্যাঙ্কিং অ্যামেন্ডমেন্ট বিল, কৃষি আইন প্রত্যাহার ও আইবিসি অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত প্রসঙ্গগুলিও লেনদেনকারীদের বিবেচনায় রয়েছে।