Share Market LIVE: আশঙ্কাই সত্যি হল। বাজেটের (Budget 2025) আগে ফের কারেকশন নিল ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। সোমে মার্কেট (Share Market Today) খুলতেই বড় ধস দেখা গেল নিফটি (Nifty 50) , সেনসেক্সে (Sensex)। ইতিমধ্য়েই ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের (Investment) কোথায় সাপোর্ট রয়েছে নিফটির ?
কোন সূচকের কী অবস্থা
আজ শেয়ারবাজারে মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারের পতনের ধারা অব্যাহত রয়েছে। নিফটি মিডক্যাপ সূচক প্রায় 900 পয়েন্টের পতনের সঙ্গে 53000 এর নীচে লেনদেন করছে। এদিন ভারতীয় স্টক মার্কেট সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বড় পতনের সঙ্গে খুলেছে। 2025-26 আর্থিক বছরের জন্য সাধারণ বাজেটের আগে দীরে চলো নীতি নিয়েছে বিনিয়োগকারীরা। সেনসেক্স 76000 এর নীচে ও নিফটি 23000 এর তলায় খুলেছে।
আজকের সেশনে মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতে বড় পতন দেখা যাচ্ছে। ব্যাংকিং, আইটি ও জ্বালানি খাতের শেয়ার বিক্রির কারণে বাজার নিম্নমুখী। শুধুমাত্র রিয়েল এস্টেট খাতের সূচক লাভের সঙ্গে লেনদেন করছে। BSE সেনসেক্স 552 পয়েন্টের পতনের সঙ্গে 75,645 এ ট্রেড করছে। সেখাে নিফটি 152 পয়েন্টের পতনের সঙ্গে 22940 পয়েন্টে ট্রেড করছে।
বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৬ লাখ কোটি টাকা
সপ্তাহের প্রথম সেশনেই বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানে পড়েছেন। বাজারে চলমান পতনের কারণে, BSE-তে তালিকাভুক্ত স্টকগুলির মার্কেট ক্যাপ 5 লক্ষ কোটি টাকা কমেছে। বিএসইতে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন 413.35 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা আগের সেশনে 419.51 লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ বিনিয়োগকারীরা 6.16 লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
কোন স্টকে বৃদ্ধি, কোথায় পতন
সকালের সেশনে বিএসইতে লেনদেনের 3344টি স্টকের মধ্যে 2564টি স্টক কমেছে, শুধুমাত্র 601টি লাভের সঙ্গে ট্রেড করছে। 210টি স্টকে লোয়ার সার্কিট রয়েছে । শুধুমাত্র 81টির ওপরের সার্কিট রয়েছে। বিএসই সেনসেক্সের 30টি স্টকের মধ্যে, মাত্র 9টি স্টক উপরে এবং 21টি লোকসানের সাথে লেনদেন করছে।
ক্রমবর্ধমান স্টকগুলির মধ্যে, এইচইউএল 1.46 শতাংশ, আইটিসি 0.71 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 0.56 শতাংশ, মারুতি সুজুকি 0.35 শতাংশ, নেসলে 0.25 শতাংশ, এসবিআই 0.05 শতাংশ বৃদ্ধির সাথে লেনদেন করছে। Zomato 2.94 শতাংশ, টাটা স্টিল 1.77 শতাংশ, পাওয়ার গ্রিড 1.71 শতাংশ, IndusInd ব্যাঙ্ক 1.23 শতাংশ, Tata Motors 1.14 শতাংশ, HCL টেক 1.03 শতাংশ পতনের সঙ্গে ট্রেড করছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Donald Trump : বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ আমেরিকার, আরও বিপাকে ইউনূস সরকার