Sensex Today: বিশ্ববাজারে ধস নেমেছে আর তার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। একদিন আগেই ভারতের শেয়ার বাজার ছুঁয়ে ফেলেছিল নতুন উচ্চতা, কিন্তু আজ বাজার খোলার পর থেকেই পতনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। সকাল ৯.১৫ নাগাদ সেনসেক্স (Sensex Today) নিফটি দুটি সূচকই লাল সঙ্কেতে খোলে। ৬০ পয়েন্ট পতনের সঙ্গে খোলে সেনসেক্স সূচক এবং ২৫ পয়েন্ট পতনের সঙ্গে খোলে নিফটি। সকালের ট্রেডিংয়ে কয়েক মিনিটের মধ্যেই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই বাজার (Stock Market Today) ওঠানামা করতে থাকে। ৯.২০ নাগাদ ৮১,১৭৫ পয়েন্টের নিচে নেমে আসে সেনসেক্স, অন্যদিকে নিফটি ৫০ কমে যায় ২০ পয়েন্ট। ২৫,০৩০ পয়েন্টে ঘোরাফেরা করতে থাকে নিফটি।
বাজার খোলার আগেই চাপের ইঙ্গিত
বাজারের প্রি-ওপেন সেশনেই প্রভূত চাপের মুখে পড়ে সেনসেক্স, নিফটি। বাজার শুরুর আগে সেনসেক্স মাত্র ০.০৫ শতাংশ বেড়েছিল আর নিফটি আগেই ১৭ পয়েন্ট ভেঙে গিয়েছিল। সকালে গিফট সিটিতে নিফটি ফিউচার লাল সঙ্কেতে ট্রেড করছিল। ৫৫ পয়েন্ট নেমে এসে ঘোরাফেরা করছিল ২৫,০০২ –এর স্তরে।
একদিন আগেই বেড়েছিল সূচক
এর আগে বুধবারেই অর্থাৎ গতকালই ভারতীয় শেয়ার বাজারে তেজি ভাব দেখা গিয়েছিল। গতকালের ট্রেডিং সেশনে সেনসেক্স ৭৩.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৮১,৭৮৫ পয়েন্টে। একইভাবে নিফটি ৩৪.৬০ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল ২৫,০৫২.৩০ পয়েন্টে। আর ট্রেডিং চলার সময়ে নিফটি তাঁর নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল।
বিশ্ব বাজারে পতনের আবহ
বুধবার মার্কিন বাজারে ধস নেমেছিল। ওয়াল স্ট্রিটে ডাও জোনস সূচক ০.৩৯ শতাংশ পতন দেখেছে। এস অ্যান্ড পি ৫০০ সূচক ও ন্যাসড্যাক সূচকে যথাক্রমে ০.৬০ শতাংশ ও ১.১৬ শতাংশ পতন দেখা গিয়েছে। মার্কিন বাজারের সবথেকে বড় ও শক্তিশালী শেয়ার এনভিডিয়ার দামও ৭ শতাংশ পড়ে গিয়েছে এক ধাক্কায়। এশিয়ান মার্কেটেও গতকাল থেকে পতন চলছে। জাপানের নিক্কেই ০.৫৬ শতাংশ পতনে রয়েছে, হংকংয়ের হ্যান সেং আজ মন্দা দিয়েই শুরু হয়েছে।
আইটি সেক্টরের শেয়ারে বেশি পতন
আজ সকালের ট্রেডিং সেশনে আইটি সেক্টরের শেয়ারগুলিতে পতন দেখা গিয়েছে। এইচসিএল টেকের শেয়ারের দাম আজ ০.৬৫ শতাংশ কমেছে, ইনফোসিস ও টিসিএসের শেয়ারে পতন এসেছে ০.৬০ শতাংশের কাছাকাছি। অন্যান্য স্টকের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, টাটা স্টিল, মারুতি সুজুকি, জেএসডব্লিউ স্টিলের শেয়ারও পতনেই চলছে। তবে এই পতনের আবহের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ফ্ল্যাট চলছে আজ।
আরও পড়ুন: Petrol Price: দাম কি ফের বাড়ল পেট্রোলের ? আজ তেল ভরাতে কত খরচ হবে ?