মুম্বই: 'শোলে' (Sholay)। যে কোনও সিনেপ্রেমী তো বটেই প্রত্যেক ভারতীয়র কাছে এই ছবি আইকনিক। এই ছবি দেখেননি এমন মানুষ বোধ হয় কমই আছেন। এবার সেই ছবির এক বিশেষ স্ক্রিনিং (Special Screening) হতে চলেছে, মুক্তির ৪৯ বছর পর। কবে? কোথায়?


'শোলে' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন


কিংবদন্তি গল্পকারদ্বয় সেলিম-জাভেদের (Salim Khan-Javed Akhtar) লেখা কাল্ট ছবি 'শোলে' ফের একবার পর্দায় স্থান পেতে চলেছে। মুক্তির ৪৯ বছর পর ফের বড়পর্দায় দর্শক উপভোগ করবেন জয় ও বীরুর বন্ধুত্ব। মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ছবির বিশেষ প্রদর্শনী। 


বুধবার, 'টাইগার বেবি ফিল্মস' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ঘোষণা করেছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। রমেশ সিপ্পির 'শোলে'র হাত ধরে বড়পর্দায় ফের দর্শক একবার সাক্ষী থাকতে পারেন সেলিম-জাভেদের জাদুর। আগামী ৩১ অগাস্ট আয়োজন করা হয়েছে এই বিশেষ স্ক্রিনিংয়ের। পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'সেলিম-জাভেদের ম্যাজিক উদযাপন করুন ৫০ বছর পর আগামী শনিবার ৩১ অগাস্ট প্রেক্ষাগৃহে 'শোলে' ছবির এককালীন স্ক্রিনিংয়ের মাধ্যমে।' বুকিং শুরু হয়েছে আজ থেকে। 


মুম্বইয়ের 'রিগ্যাল সিনেমা' প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। 'শোলে' ছবির পরিচালক রমেশ সিপ্পি ও লেখকদ্বয় সেলিম-জাভেদ উপস্থিত থাকবেন এই স্ক্রিনিংয়ে। এই বিশেষ ঘোষণা তখন করা হল যখন সিনেমাপ্রেমীরা সেলিম খান ও জাভেদ আখতারের ব্লকবাস্টার তৈরির সফরের সঙ্গী হচ্ছেন নতুন ডকু-সিরিজ 'অ্যাংরি ইয়ং ম্যান'-এর হাত ধরে। 


 






আরও পড়ুন: Shah Rukh Khan: প্রথম বাড়ি কিনবেন, প্রযোজকের কাছে আগাম টাকা চেয়েছিলেন শাহরুখ খান


'শোলে' ছবির গল্প আবর্তিত হয় রামগড় গ্রামকে ঘিরে, যেখানে অবসরপ্রাপ্ত পুলিশ চিফ ঠাকুর বলদেব সিংহের বাস। অভিনয় সঞ্জীব কুমার। তিনি সেই এলাকার কুখ্যাত গুণ্ডা ডাকাত গব্বর সিংহকে পরাস্ত করার পরিকল্পনায় মত্ত। গব্বরের ভূমিকায় অবশ্যই আমজাদ খান। এই পরিকল্পনা সার্থক করতে ঠাকুর তলব করেন দু'জন খানিক কম দুষ্কৃতীদের, জয় (অমিতাভ বচ্চন) ও বীরুকে (ধর্মেন্দ্র)। যখন গব্বর গ্রামের ওপর হামলা চালায় তখনও ঠাকুরকে কোনও সাহায্য করতে না দেখে অবাক হয় জয়, বীরু। এরপর তাঁরা জানতে পারে যে ঠাকুরের দুই হাত নেই, এবং তার কারণ গব্বর খোদ। ক্ষুব্ধ জয় ও বীরু এরপর নিজেদের সবটা দিয়ে ঠাকুর ও এই গ্রামকে বাঁচানোর দায়িত্ব নেয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।