Stock Market Opening: এদিন লেনদেনের শুরু থেকেই চাঙ্গা শেয়ার বাজার। বাজার খোলার পরই বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স বাড়ল ৩৫০ পয়েন্টের বেশি। খোলার পরই বিএসই সেনসেক্স পৌঁছে যায় ৫৮,১৭১.৯৩ পয়েন্টে। সেনসেক্সে দিনের শুরুতেই ৩৬৩.৩৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বৃদ্ধি দেখা যায়।


দিনের শুরুতে নিফটির অবস্থা


বাজার খোলার পরই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০ শেয়ারের সূচক নিফটি ১৭,৪০০ পয়েন্টের দিকে এগোয়। লেনদেনের শুরুতেই নিফটি ১০৩ পয়েন্ট বেড়ে ১৭৩৭০-এ পৌঁছে যায়।
শেয়ার বাজারে আজ লেনদেন শুরুর পরই আইটি, অটো, মেটাল ও ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে তেজিভাব দেখা যায়। সরকারি ও বেসরকারি-উভয় ব্যাঙ্কগুলির শেয়ারের দর বেড়ে লেনদেন শুরু করে। শুধু তাই নয়, সমস্ত সেক্টোরিয়াল ইনডেক্সেই দ্রুত সবুজ সঙ্কেতেই লেনদেন হচ্ছে।


নিফটিতে সামগ্রিক কেনাবেচার প্রবণতা দেখা গিয়েছে দিনের শুরুতেই। আর এর ৫০ শেয়ারের মধ্যে ৪৭ টিতেই ঊর্ধ্বগতি দেখা গিয়েছে এবং এই সবকটিই বৃদ্ধি পেয়ে সবুজ সঙ্কেতেই লেনদেন করছে। এর অর্থ, মাত্র তিনটি শেয়ার নিম্নমুখী।


 






এনটিপিসি ও সান ফার্মা ছাড়া নিফটির বাকি শেয়ারেই তেজিভাব রয়েছে। আইওসি-র শেয়ারে ২.৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। বাজাজ অটো এবং এইচসিএল টেক ১.৯ শতাংশ করে বেড়েছে। টাইটান ১.৮৬ শতাংশ ও হিন্দালকো ১.৮৫ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে।


প্রি-ওপেনিং বাজারে আজ দারুণ তেজিভাব রয়েছে। সেনসেক্স ৩৫০-র বেশি বৃদ্ধিতে প্রি-ওপেনিংয়ে দেখা গিয়েছে। ৯.১২ টায় সেনসেক্স ৩৫৪ পয়েন্ট বেড়ে ৫৮,১৬৩-তে লেনদেন শুরু করে। নিফটিতে ১৭,৩৬৭ পয়েন্টে লেনদেন চলছে এবং তা ১০০ পয়েন্টের ওপরে উঠেছে।