মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
৯ ফেব্রুয়ারি (February) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ কম। আজ থেকেই মালদাজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে একাধিক জায়গায়। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বৃষ্টি চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকায় সকালের দিকে দৃশ্যমানতা আজও কম। আংশিক পরিষ্কার আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৪-৬৪ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩.৬ কিলোমিটায়/ঘণ্টা।
অন্যান্য
সূর্যোদয়- ভোর ৬.২৮
সূর্যাস্ত- বিকেল ৫.২২
চন্দ্রোদয়- সকাল ০৫.৩৬
চন্দ্রাস্থ- বিকেল ০৪: ২১
এক নজরে বঙ্গের আবহাওয়া
সকাল থেকে ঘন কুয়াশা। ইএম বাইপাস-সহ কলকাতার পূর্ব প্রান্তে কুয়াশার চাদর। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। এদিকে, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল উত্তরবঙ্গে বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation):
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh)এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)। পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in ও www.imdkolkata.gov.in