SBI ATM Charges: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হওয়ার সুবাদে আজও এই ব্যাঙ্কের প্রতি আস্থা রাখেন বেশিরভাগ মানুষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এটিএম থেকে টাকা তুললে দিতে হয় কিছু চার্জ।জেনে নিন, কত বার টাকা তুললে কত টাকা কাটে ব্যাঙ্ক। 


SBI Update: কী রয়েছে নিয়ম ?
স্টেট ব্যাঙ্কের গ্রুপ এটিএম থেকে টাকা তোলার রয়েছে নির্দিষ্ট নিয়ম। সেই ক্ষেত্রে ব্যক্তি 1 লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে মাসিক ব্যালেন্স বজায় রাখলে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। 
দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ - এই ছয়টি মেট্রো শহরের এটিএমগুলির জন্য রয়েছে এই সুবিধা।। অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এর জন্য বিনামূল্যে লেনদেন তিনটিতে সীমাবদ্ধ। 


SBI ATM Transactions: কার জন্য কী সুবিধা ?
আগে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (ABM) 25,000 টাকা থাকলেই এসবিআই -এর গ্রুপ এটিএম-এ সীমাহীন লেনদেনের সুযোগ দিত ব্যাঙ্ক। বর্তমানে এই সুবিধা কেবল 50,000 ABM ব্যালেন্স বজায় রাখেন এমন গ্রাহকদের জন্যই প্রযোজ্য। মেট্রো শহরে এখন বিনামূল্যে লেনদেনের সংখ্যা অবশ্য তিনটিতে সীমাবদ্ধ।


SBI ATM Changes: কী বদল হয়েছে লেনদেনে ?
বিনামূল্যে সীমার বাইরে লেনদেনের জন্য SBI transaction 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত ফি ধার্য করে ব্যাঙ্ক। তবে তা লেনদেনের ধরন ও এটিএম এর উপর নির্ভর করে। বিনামূল্যে সীমাহীন 'নন ফিন্যান্সিয়াল ট্রানজাকশন'-এর জন্য গ্রাহকদের প্রযোজ্য জিএসটি হারের পাশাপাশি এসবিআই এটিএম-এ 5 টাকা ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ 8 টাকা চার্জ করা হয়।


SBI ATM Withdrawal Charges: কত টাকা কাটা হয় টাকা তুললে ?
এসবিআই এটিএম -এ বিনামূল্যে সীমার বাইরে প্রতিবার আর্থিক লেনদেনের জন্য 10 টাকা চার্জ করা হয়। এই ক্ষেত্রে ফি ছাড়াও জিএসটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নেওয়া হবে। তবে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে লেনদেন বাতিল হলে এসবিআই 20 টাকা প্লাস জিএসটি চার্জ করবে।


SBI Charges: সীমাহীন লেনদেনের ক্ষেত্রে নিয়ম কী ? 
যেসব গ্রাহক মাসিক 1 লাখ বা ​​তার বেশি মাসিক ব্যালেন্স বজায় রাখেন, তাদের এসবিআই বা অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ সীমাহীন বিনামূল্যে লেনদেন (ফিন্যান্সিয়াল ও নন ফিন্যান্সিয়াল) অফার করা হয়। এ ছাড়াও  25,000 টাকার গড় ত্রৈমাসিক ব্যালেন্স বজায় রাখলে সেই  ডেবিট কার্ড গ্রাহকদের কাছ থেকে এসএমএস অ্যালার্টের জন্য ২৫টাকা ত্রৈমাসিক ফি চার্জ করে ব্যাঙ্ক।


আরও পড়ুন: SBI Annuity Deposit: মাসে পাবেন দারুণ রিটার্ন, স্টেট ব্যাঙ্কের এই স্কিমে করতে হবে একবার বিনিয়োগ