Share Market On Monday:  আশঙ্কাই সত্যি হল। মিলে গেল বাজার বিশেষজ্ঞদের ধারণা। মার্কিন বাজারে ভয়াবহ ধসের জেরে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার। শুরুতেই ২ শতাংশের বেশি গ্যাপ ডাউনে খুলল দালাল স্ট্রিট। 


এদিন বাজার সবার জন্য খোলার আগেই নিফটি ২.১১ শতাংশ কমে ১৭১৮৮.৬৫ পয়েন্টে নেমে আসে। একই হাল হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের। যেখানে সেনসেক্স ২.৪৯ শতাংশ কমে ৫৭,৩৬৭.৪৭ পয়েন্ট নেমে আসে। যার পরই আতঙ্র বাড়তে থাকে বাজারে। যদিও বাজার সবার জন্য খোলার পরই কিছুটা সামাল দেয় বুলসরা। যদিও তাদের ওপর বেয়ারসদের চাপ বাড়তেই থাকে। সকাল দশটার আগেই নিফটি ও সেনসক্স প্রায় ২ শতাংশের কাছে পড়ে যায়। মনে করা হচ্ছে বাজার কিছুটা উঠলেও শেষের দিকে এই ধস বজায় থাকবে।  


Stock Market Update: কী কারণে এই ধস ?


মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সতর্কবার্তাই কাল হল। যেকারণে ভারতীয় শেয়ার বাজারকে গ্রাস করেছে আতঙ্ক। ফেড ব্যাঙ্কের চেয়ারম্যান জেরম পাওয়াল জানিয়েছেন, মার্কিন মুদ্রাস্ফীতি কমাতে রেপো রেটের হার অনেকটাই বাড়াবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এরপরই শুক্রবার ধস নামে মার্কিন শেয়ার বাজারে। ডাও জোনস নেমে যায় তিন শতাংশের নিচে। ৩.৭৪ শতাংশ তলানিতে নামে ন্যাসড্যাক। যার ফলে আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। বাজার বিশেষজ্ঞরা বলেছিলেন, সোমবার নিফটি , সেনসেক্স 'রক্তাক্ত' হতে পারে। ।


Share Market On Monday: মার্কিন বাজারে মন্দার আতঙ্ক 


ইতিমধ্য়েই ফেড চেয়ারম্যান জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার কমাতে রেপো রেটের হার বৃদ্ধি জারি থাকবে। যা শুনেই ভেঙে পড়ে মার্কিন বাজার। সবথেকে বড় চিন্তা আইটি শেয়ার নিয়ে। বাজার বিশেষজ্ঞদের ধারণা , এই স্টকগুলিতেই ধস নামার আশঙ্কা বেশি।টিসিএস, ইনফোসিস ছাড়াও বড় কোম্পানিগুলিতেও নামতে পারে এই ধস। সোমবার শুরুতেই আইটি নেমেছে তলানিতে।


Stock Market Update: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ? 


বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারের মতো ধস নাও নামতে পারে ভারতীয় শেয়ার বাজারে। দেশে মুদ্রাস্ফীতির হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে।যদিও এই নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। সোমবার গ্যাপ ডাউন ওপেনিং শুরু হওয়ার পর সপ্তাহজুড়ে এই চাপ জারি থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।


আরও পড়ুন : Small Saving Schemes: পিপিএফে ৭.৮১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পেতে পারেন ৮.১০ শতাংশ সুদ, শীঘ্রই সুখবর !