Share Market Update: সপ্তাহের শেষ দিনে সবুজে শুরু করলেও থাকছে লালে যাওয়ার আশঙ্কা। বুলসরা গতি দেখালেও স্বস্তি নেই ভারতীয় শেয়ার বাজারে। ট্রেডিং করলেও এখনও বিনিয়োগের স্টক নিয়ে চিন্তায় আমানতকারীরা।   


Stock Market Live: শুরুটা কেমন হয়েছে শুক্রবারে ?
আজ ভারতীয় স্টক মার্কেট ভাল গতিতে শুরু করেছে। সেনসেক্স নিফটি ভাল বাউন্স দেখাচ্ছে। গতকাল, বাজারের দ্বিতীয়ার্ধে একটা গতি এসেছিল, যা এদিনও অক্ষত রেখেছেন বিনিয়োগকারীরা। নিফটি আইটি, ব্যাঙ্ক ও অটো স্টকে বুলিশ মেজাজ দেখা গিয়েছে। 


Stock Market Opening: কততে খোলে বাজার ?


বাজারের খোলার সময় এদিন সেনসেক্স 500 পয়েন্টের উপরে উঠে গিয়েছে। পাশাপাশি 52800 এর স্তর অতিক্রম করেছে সেনসেক্স। 536.99 পয়েন্ট বা 1.03 শতাংশ বৃদ্ধি পেয়ে 52,802.71 এ লেনদেন করছে সেনসেক্স। নিফটি 50 158.90 পয়েন্ট বা 1.02 শতাংশ লাফিয়ে 15,715.55 এ ট্রেড করেছে।


Share Market Update: প্রি-ওপেনিংয়ে বাজার কেমন ছিল ?
আজকে বাজার খোলার আগে 388.34 পয়েন্ট লাভের সঙ্গে 52654 স্তরে লেনদেন করেছে সেনসেক্স। সেই ক্ষেত্রে এনএসই নিফটি 100.70 পয়েন্ট বেড়ে 15657 স্তরে লেনদেন করছে।


Stock Market Opening: মার্কিন বাজার থিতু হওয়ার প্রভাব ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার বাজারের 'বাউন্স ব্যাক' থেকেই ভারতীয় বাজারের সবুজ যাত্রা। সম্প্রতি মার্কিন বাজারে মন্দার আশঙ্কা থেকেই শুরু হয় মহাপতন। একেবারে ৫০ শতাংশের বেশি পড়ে যায় বড় বড় কোম্পানির স্টক। যদিও গতকালই সুখবর পেয়েছে মার্কিন শেয়ার বাজার। যেখানে মন্দা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যারফলে ভরসা পেয়েছেন বিনিয়োগকারীরা। সেই কারণেই ডাও জোনস থেকে ন্যাসড্যাক সবেতেই বিনিয়োগ শুরু হয়েছে। 


Share Market Update: কত পর্যন্ত নামতে পারে নিফটি ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেখা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে। অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।


আরও পড়ুন : Pan Card Update: প্যান কার্ডের এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা ! বন্ধ হবে অ্যাকাউন্ট