Stock Market: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য সাময়িক স্বস্তির খবর শোনাল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। ডিম্যাট অ্যাকাউন্টের নমিনি যোগ করার সময়সীমা বাড়াল বাজার নিয়ন্ত্রক সংস্থা। 


Share Market : ৩১ মার্চ ছিল ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনি যোগ করার শেষ তারিখ। এই নিয়ম না মানলে ১ এপ্রিল থেকে বাজারে বিনিয়োগ করতে পারতেন না আমানতকারীরা। আপাতত সেবি সেই নিয়মের সময়সীমা বাড়িয়ে দিয়েছে।  


Demat Account Nominee: এই নিয়ে সময়সীমা দুবার বাড়ানো হয়েছে


SEBI এর আগে 24 ফেব্রুয়ারি 2022 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত নমিনি যোগ করার সময়সীমা বাড়িয়েছিল৷ এখন এই সময়সীমা 6 মাসের জন্য বাড়ানো হয়েছে৷ এর মধ্যেও যদি আপনি নমিনি আপডেট না করেন তাহলে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না। 


Stock Market: ডিম্যাট অ্যাকাউন্টে নমিনিকে কীভাবে যুক্ত করবেন


1 প্রথমে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে লগইন করুন ও My Nominee-তে ক্লিক করুন।


2 এখন নমিনি অ্যাড করার জন্য আপনার সামনে একটি পেজ খুলবে।


3 এর পরে আপনি একজন নমিনি যোগ করতে বা অপ্ট আউট করতে পারেন৷


4 নমিনি অপশনের মধ্যে ব্যক্তির সম্পূর্ণ বিবরণ ও আইডি প্রমাণসহ আপলোড করুন।


5 নথিটি আপলোড করার পরে নমিনিকে শেয়ারের কত শতাংশ দেবেন লিখুন, যা বিনিয়োগকারী নমিনিকে দিতে চান।


6 এখন আধার ওটিপি দিয়ে নথিতে ই-সাইন করুন।


7 শেষে ব্যক্তির বিবরণ যাচাইয়ের পরে আপনার নমিনিকে যোগ করে নেবে সিস্টেম।


PAN-Aadhaar Linking : সাময়িক স্বস্তি, ফের বাড়ানো হল প্যান-আধার কার্ড (Aadhaar Card) লিঙ্কের সময়সীমা। এবার ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ। মঙ্গলবার এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক। সেই অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান-আধার লিঙ্কের নতুন সময়সীমা জানিয়েে দিয়েছে।


Pan Card: ১ জুলাই থেকে কাজ করবে না প্যান কার্ড 


অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের করদাতাদের কথা মাথায় রেখে ফের একবার এই গুরুত্বপূর্ণ কার্ড লিঙ্কের সময় বাড়ানো হয়েছে। তবে ৩০ জুনের মধ্য়েই করতে হবে এই কাজ। অন্যথায় ১ জুলাই থেকে প্যান কার্ড আর কাজ করবে না। একবার প্যান কার্ড অকেজো হয়ে গেলে গুরুতর সমস্যায় পড়বেন করদাতারা। প্রথমত, এই ধরনের প্যান কার্ডের মাধ্যমে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। এই করদাতাদের PAN নিষ্ক্রিয় থাকাকালীন  তাদের কোনও রিফান্ডে সুদ দেবে না কর্তৃপক্ষ।


আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে