Sensex Today:   আজ বুধবার ১৬ অক্টোবর বাজার খুলতেই ভারী পতন দেখা গিয়েছে শেয়ার বাজারে। পতন দিয়েই শুরু হয়েছে বাজার। একেবারে সকালের সেশনে (Sensex Today) বাজারে আজ সেনসেক্স ও নিফটি দুই সূচকই ছিল রেড জোনে, পরে খানিক উত্থান এলেও আবার পতন গ্রাস করে বাজারে। এখন বেলা সাড়ে এগারোটা নাগাদ সেনসেক্স ৩৩৩ পয়েন্ট পড়ে গিয়েছে। কপালে ভাঁজ বাড়ছে বিনিয়োগকারীদের (Stock Market Opening)। আজ কি পতনেই বন্ধ হবে বাজার ? সকালের সেশনে ইতিমধ্যেই ব্যাঙ্ক নিফটি ও আইটি সূচকে পতন বেড়েছে। বড় বড় স্টকের মধ্যে ইনফোসিস, রিলায়েন্স, টিসিএস, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, সিপলা, লারসেন টার্বোর স্টকেই এসেছে বেশি পতন।


কেমন ছিল সকালের সেশন


আজ সকালে বাজার খোলার পরেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৭৩.৫২ পয়েন্ট অর্থাৎ ০.২১ শতাংশ পরে ট্রেড করছিল ৮১,৬৪৬ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ৪৮.৮০ পয়েন্ট নিচে এসে ট্রেড করছিল ২৫,০০৮ পয়েন্টে।


সেনসেক্সের শেয়ারে কী হাল


বিএসই সেনসেক্সের শেয়ারগুলির দিকে তাকালে দেখা যাবে বাজাজ ফিনসার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক আজ সকাল ৯টা ৪০ নাগাদ সবুজে ফিরে আসে। আজকের বাজারে সেরা লাভ দিচ্ছে এই শেয়ারগুলি। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১৫টি স্টকে এসেছে পতন। আজকের বাজারে সবথেকে বেশি পতন দেখা গিয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, নেসলে, টিসিএস, মারুতি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে।


নিফটির শেয়ারে কী হাল


অন্যদিকে নিফটি ৫০ সূচকের ৫০টি স্টকের মধ্যে ২২টি শেয়ারে আজ উত্থান দেখা যাচ্ছে আর বাকি ২৮টি শেয়ারেই পতন গ্রাস করেছে। ব্যাঙ্ক নিফটি ট্রেড করছিল সকালের বাজারে ৫১,৮৪৭ পয়েন্টে। এইচডিএফসি লাইফ ও এসবিআই লাইফ-এর শেয়ারে সবথেকে বেশি মুনাফা এসেছে আজ। এছাড়া এশিয়ান পেইন্টস, শ্রীরাম ফিনান্স, হিন্দালকোর শেয়ারের দাম বাড়তে দেখা যাচ্ছে আজকের বাজারে।


বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন


বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূল্য আজ নেমে এসেছে ৪৬৪.৫৬ লক্ষ কোটি টাকাতে। আজ ৩১৯৫টি শেয়ারে ট্রেড চলছে। এর মধ্যে ১৯০১টি শেয়ারে দাম বেড়েছে আর ১১৬১টি শেয়ারে দাম কমছে। ১৩৩টি শেয়ারে আজ কোনো বদল হয়নি।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: LIC Mutual Fund : এলআইসির মিউচুয়াল ফান্ডে দারুণ সুবিধা, দিনে ১০০ ; মাসে ২০০ টাকার এসআইপি