কলকাতা : দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। গতকাল অর্থাৎ ১৫ অক্টোবর দক্ষিণ ভারত থেকেও শেষমেষ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। অর্থাৎ ২০২৪ সালের মতো বর্ষা বিদায় নিল দেশ থেকে। আইএমডি জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আর নেই দেশে । বরং এবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে। রাজ্যে বর্ষা বিদায় হয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে। তার জেরে বৃষ্টি হবে কিনা বঙ্গে, সেই দিকেই নজর সকলের।
আইএমডি জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছিল। দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । গতকাল অর্থাৎ ১৫ অক্টোবর বিকেল নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত হয়েছে নিম্নচাপটি। সেটি এখন চেন্নাই থেকে প্রায় ৪৯০ কিমি আছে । পুদুচেরি থেকে নিম্নচাপটি ৫০০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এরপর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারপর সরতে সরতে উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে পুদুচেরি এবং নেলোরের মধ্যে দিয়ে। চেন্নাইয়ের কাছাকাছি নিম্নচাপটি পৌঁছবে ১৭ অক্টোবর ভোরে।
লক্ষ্মী পুজো এবার দুই দিন ধরে। বুধবার থেকে তিথি শুরু। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই দুদিনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টি নাজেহাল করবে না। জলীয় বাষ্পে বাতাস ভারী থাকবে। তাই ঘেমেনেয়ে অস্বস্ বাড়বে।
বুধ থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে অল্প বৃষ্টি হবে, সেগুলি হলউত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলায়। এই ৬ টি জেলাতে হালকা বৃষ্টি হবে ।
আরও পড়ুন : এদিনই মরা ছেলেকে পুকুরে স্নান করিয়ে ফিরে পেয়েছিলেন সওদাগর ! তারাপীঠে আজ মা-তারার আবির্ভাব তিথি