Stock Market Today: বুধবারে বড় পতন শেয়ার বাজারে। বিগত কয়েকদিন ধরেই সেনসেক্স ক্রমেই নিম্নমুখী। তবে এই সপ্তাহের শুরুতে সোমবারে বাজারে খানিক আশা জাগলেও তারপর থেকেই পড়তে থাকে বাজার। আজ সপ্তাহের তৃতীয় দিনে এসে বড় ধস (Stock Market Crash) নামল বাজারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসির মত বড় বড় শেয়ারে আজ বিপুল সেল অফের কারণে সেনসেক্স (Stock Market Today) ৭৮ হাজারের নিচে নেমে গিয়েছে। লাল সঙ্কেত গ্রাস করেছে বাজারকে। একদিনে আজ ৬ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের।
আজ ১৩ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৩০ পয়েন্ট অর্থাৎ ০.৬৭ শতাংশ পড়ে গিয়েছে এবং সূচক নেমে এসেছে ৭৮,১৫৮ পয়েন্টে। অন্যদিকে নিফটিও ১৮০ পয়েন্ট অর্থাৎ ০.৭৬ পয়েন্ট নেমে এসে ট্রেড করছে ২৩,৭০২ পয়েন্টে। আজকের ট্রেডিং সেশনে ইন্ট্রাডে-তে আজ সেনসেক্স ৭৭,৯৫৯-এর স্তরে নেমেছে সর্বনিম্ন। বাজারের অভিমুখ আজ সম্পূর্ণ নেতিবাচক ছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেখানে মাত্র ২৮৯টি স্টকের দাম বেড়েছে, সেখানে ২১৯৩টি স্টকের দামে পতন দেখা গিয়েছে।
বিপুল সেল অফের কারণে বম্বে স্টক এক্সচেঞ্জের সমস্ত স্টকগুলির মিলিত বাজার মূলধন ৪৩৬ লক্ষ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৪৩০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজ একদিনেই ৬ লক্ষ কোটির লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। সবথেকে বেশি পতন দেখা গিয়েছে আজ বাজারের স্মলক্যাপ ও মিডক্যাপ স্টকগুলিতে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১১৫৮ পয়েন্ট পড়েছে, অর্থাৎ ২.১০ শতাংশ ধস সূচকে। অন্যদিকে নিফটি স্মলক্যাপ ২৫০ সূচক ৪২৬ পয়েন্ট পড়েছে, ২.৩৭ শতাংশ ধস।
আজ বাজারে ইন্ডিয়া ভিক্স সূচক অর্থাৎ বাজারের অস্থিরতার মাত্রা ৪.৭৩ শতাংশ বেড়ে গিয়েছে। সমস্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক আজ পতনে দেখা গিয়েছে। অটো, পিএসইউ ব্যাঙ্ক, মেটাল, রিয়েলটি, ইনফ্রা ইত্যাদিতে ব্যাপক ধস নেমেছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৭টি স্টকেই এসেছে পতন।
সবথেকে বেশি পতন এসেছে টাটা স্টিল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, জেএসডব্লিউ স্টিল, টিসিএস, নেসলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সান ফার্মা, বাজাজ ফিনসার্ভের শেয়ারে আজ বড় ধস নেমেছে। শুধুমাত্র টাটা মোটরস, এনটিপিসি এবং টাইটানের স্টকে আজ উত্থান দেখা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price Today: বুধবারে সোনা কিনতে বড় সুযোগ, আজ কিনলে আরও সস্তায় পাবেন ? দেখুন রেটচার্ট