বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পরই, মঙ্গলবার আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলে কলকাতা পুলিশ। ধারেকাছে ঘেঁষতেই দেওয়া হয়নি সংবাদমাধ্য়মকে। পাছে সঞ্জয় আবারও মুখ খোলে ? গত সপ্তাহ থেকে একাধিকবার সঞ্জয় গলা চড়িয়েছে নিজেকে নির্দোষ দাবি করে। প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছে, তাকে ফাঁসানো হয়েছে। প্রথমদিন সঞ্জয়ের টার্গেট ছিল সরকার, ডিপার্টমেন্ট আর সোমবার সঞ্জয়ের নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। বারবার মুখ খোলার পর সঞ্জয়কে যেভাবে নিয়ে আসা হল বুধবার , তা সত্যিই নজির বিহীন। কার্যত গ্রিন করিডোর করে সঞ্জয় কে আনা হয় ৫ গাড়ির কনভয়ে। আগে পিছে ছিল দুটি ডামি-গাড়ি। মঙ্গলবার আর প্রিজন ভ্যান নয়, সঞ্জয়কে নিয়ে আসা হয় কালো কাচ লাগানো এইসটিএফের গাড়িতে। মঙ্গলবার ধৃত সঞ্জয় রায়কে আদালতে আনার সময় দেখা যায় বেনজির নিরাপত্তা। জালে মোড়া প্রিজন ভ্য়ান নয়, সঞ্জয়কে আনা হয় কলকাতা পুলিশের গাড়িতে। জালের পাশাপাশি যার জানলা ঢাকা ছিল কালো কাচে।
সঞ্জয়ের দাবি নিয়ে নানারকম মন্তব্য এসেছে নানামহল থেকে। শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঞ্জয়ের দাবি নিয়ে নিজেদের মতপ্রকাশ করেছেন। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইলেন, সঞ্জয় রায় ও বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। 'আসল আসামীর নাম তো বলেই দিয়েছে। এবার উচিত বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে সঞ্জয় রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। '
অন্যদিকে কুণাল ঘোষের দাবি, 'সঞ্জয় রাই যে খুন ধর্ষণ করেছে সেটা কলকাতা পুলিশও জানে, সিবিআইও জানে, সঞ্জয় রাইও জানে। যে জানে, সে ফাঁসির আসামী, সে বিভ্রান্তি তৈরির জন্য যে কোনও কথা বলতে পারে '
কী বলেছিল সঞ্জয়
চার্জগঠনের দিন আদালত থেকে বেরিয়েই সঞ্জয় চিৎকার করে বলে, 'সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না। আমায় দিয়ে ডিপার্টমেন্টে আমায় দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।' এরপর আবার সোমবার সঞ্জয় বলে, 'সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না। আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে।'
আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।