Stock Market: ভারতের শেয়ার বাজারে ফের ঝড়ের গতি। আজ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ শুক্রবার ১৬ অগাস্ট এক লাফে ১২০০ পয়েন্ট বেড়ে ফের একবার পেরিয়ে গেল ৮০ হাজারের সীমা। আজকের বাজারে সেনসেক্স (Sensex Today) আবার রেকর্ড গড়ল এবং ৮০,৩১৬ পয়েন্ট পেরিয়ে গেল। নিফটি ৫০ এদিকে ৩৫০ পয়েন্ট বেড়েছে। ন্যাশনাল স্টকে এক্সচেঞ্জের সূচক আজ ছুঁয়ে ফেলেছে ২৪,৪৯৫ পয়েন্ট। আজকের বাজারে আইটি এবং ব্যাঙ্কিং স্টকের (Stock Market) বিপুল কেনাকাটার দরুণ বাজারে ফিরেছে গতি।


১৬ অগাস্ট নিফটির আইটি সূচক ১০৩৭ পয়েন্ট বেড়েছে শুধু একদিনে। আর স্টকের কথা বলতে গেলে এমফ্যাসিসের স্টকের দাম বেড়েছে ৬.৭৭ শতাংশ, লারসেন টার্বোর স্টকে ৫.৭৮ শতাংশ বৃদ্ধি এসেছে। অন্যদিকে কোফোর্জ এবং উইপ্রোর শেয়ারের দামও ৩ শতাংশেরও বেশি বেড়েছে।


ব্যাঙ্কিং স্টকে এসেছে গতি


ব্যাঙ্কিং স্টকের ক্ষেত্রেও প্রচুর কেনাকাটা হয়েছে আজ। নিফটি ব্যাঙ্ক আজ ৮৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০,৫৮৫ পয়েন্ট। নিফটি ব্যাঙ্কের ১২টি স্টকের মধ্যে ১১টি স্টকের দামই দ্রুত হারে বাড়ছে। ICICI ব্যাঙ্কের শেয়ারে ২.৫৯ শতাংশ, কোটাক মহিন্দ্রার শেয়ারে ১.৭৭ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার ১.৭৪ শতাংশ, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ারে ১.৭১ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।


মিডক্যাপ স্টকে বিপুল কেনাকাটা


আবার মিডক্যাপ স্টকেও এসেছে দুরন্ত গতি। নিফটি মিডক্যাপ সূচক আজ ৯৩০ পয়েন্টেরও বেশি বেড়েছে। নিফটি স্মলক্যাপ ১৫০ সূচক আজ ৩৩৬ পয়েন্ট বেড়েছে। এর পাশাপাশি এফএমসিজি, অটো, এনার্জি, কনজিউমার ডিউরেবলস, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের স্টকেও গতি এসেছে।


৬ লক্ষ কোটি বেড়েছে বিনিয়োগকারীদের সম্পদ


আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ভারতের শেয়ার বাজার দুরন্ত উত্থান নিল। একদিনেই বিনিয়োগকারীরা ঘরে ফেরালেন ৬ লক্ষ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৪৪.২৯ লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে ৪৫০.৩৫ লক্ষ কোটি টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Hindustan Zinc: বিপুল সস্তায় মিলবে এই মেটাল স্টক, ১৬ শতাংশ কমে পাবেন কেনার সুযোগ