নয়াদিল্লি: গতকাল সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পরদিনই তেজি শেয়ার বাজার। আজ সকাল ৯.৪৫ মিনিটে ৫০৩ পয়েন্ট বেড়ে ৫৯,৩৬৫-তে পৌঁছে যায় বিএসই সেনসেক্স। এনএসই নিফটিও ১৪৯ পয়েন্ট বেড়ে ১৭,৭২৬-এ পৌঁছে যায়। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ ইন্ডিকসও ইতিবাচক। মিডক্যাপ ০.৫ শতাংশ এবং স্মলক্যাপ ০.৮ শতাংশ বেড়েছে।





আজ শেয়ার বাজার খোলার পর যে সংস্থাগুলির শেয়ারের দর বেড়েছে সেগুলির মধ্যে আছে বাজাজ ট্যুইনস, পাওয়ারগ্রিড, আইটিসি, কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ও ভারতী এয়ারটেল। এই সংস্থাগুলির শেয়ারের দর ০.৯ শতাংশ থেকে ২ শতাংশ বেড়েছে। নিফটির ক্ষেত্রে আইকার মোটর্সের শেয়ারের দর ২ শতাংশ বেড়েছে। 


এরই মধ্যে টেক মাহিন্দ্রার শেয়ারের দর কমেছে। এই সংস্থার শেয়ারের দর ৩ শতাংশ কমে গিয়েছে। ব্রিটানিয়া, আদানি পোর্টস, আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দরও কিছুটা কমে গিয়েছে।


গতকাল বাজেট পেশের দিনও চাঙ্গা ছিল শেয়ার বাজার। গতকাল বিএসই সূচক ৮৪৮ পয়েন্ট বাড়ে। মেটাল ও ক্যাপিটাল পণ্য স্টকগুলিতে ব্যাপক লেনদেন দেখা যায়। এরই ফলে সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। 


গতকাল লেনদেন একটা সময় সেনসেক্স ৫৯,০৩২-এ পৌঁছে যায়। পরে তা ৮৪৮.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮,৮৬২.৫৭ এ শেষ করে। এনএসই-র সূচক নিফটিও ২৩৭ পয়েন্ট বেড়ে ১৭,৫৭৬-এ শেষ করে। সেনসেক্সে সবচেয়ে বেশি লাভবান হয় টাটা স্টিলের শেয়ার। তা ৭.৫৭ শতাংশ বেড়েছে। সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, আলট্রাসিমেন্ট ও এইচসিএল টেকের মতো আরও কিছু শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, এমঅ্যান্ডএম, পাওয়ার গ্রিড, এসবিআই, ভারতী এয়ারটেল, এনটিপিসি, মারুতি ও রিলায়েন্সের শেয়ার সূচক লাল সঙ্কেতেই দিনের লেনদেন শেষ করে। বৃহত্তর বাজারের ক্ষেত্রে বিএসই মিডক্যাপ ইনডেস্ক ১ শতাংশ বৃদ্ধি সহ লেনদেন শেষ করে। বিএসই স্মলক্যাপ সূচক ০.৯ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।