মুম্বই: বেঞ্চমার্ক থেকে ফের নিচে বন্ধ হল বাজার। মঙ্গলবার ১৬৬ পয়েন্ট নিচে বন্ধ হল সেনসেক্স (Sensex)। এদিন মার্কেট ভাল যায়নি ITC, Bajaj Finance-এর। বাজাজ ফিন্যান্সের শেয়ার পড়েছে ২ শতাংশ। আরও খারাপ ফল করেছে ITC ।
এদিন সকাল থেকেই শুরুটা ভাল হয়নি বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রথম থেকেই রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছিল বাজারে। ৩০ টি স্টকের ওঠা নামা রক্তচাপ বাড়িয়েছে বিনিয়োগকারীদের। শুরু নেতিবাচক ফলে শেষবেলায় ভুগতে হয়েছে ট্রেডারদের। যার জন্য মঙ্গলবার ট্রেডিং ডে-র শেষে ৫৮১১৭.০৯ পয়ে্টে বন্ধ হয় সেনসেক্স। যা সোমবারের তুলনায় ০.২৯ শতাংশ কম। সবমিলিয়ে ১৬৬.৩৩ পয়েন্ট এদিন নিচে নেমেছে সেনসেক্স। যা গতকাল ৫৮,২৮৩.৪২ পয়েন্টে বন্ধ হয়েছিল।
এই নিয়ে টানা দু'দিন নিচে নামল বাজার। সোমবার ৫০৩ পয়েন্ট নেমে গিয়েছিল সেনসেক্স। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি একই চিত্র দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE)। ১৭.৩২৪.৯০ পয়ে্টে বন্ধ হয়েছে এনএসসি। সোমবারের তুলনায় যা ০.২৫ শতাংশ।এদিন সেনসেক্সে বড় ধাক্কা খেয়েছে আইটিসি ও বাজাজ ফিন্যান্স (ITC, Bajaj Finance)। এদিন আইটিসি-র স্টক পড়েছে ২.৭৩ শতাংশ। সেখানে বাজাজ ফিন্যান্সের স্টক পড়ছে ২. ১০ শতাংশ। কোটাক ব্যাঙ্কের শেয়ারও এদিন নেতিবাচক ফল দিয়েছে। ১.৭৫ শতাংশ কমেছে এর স্টক প্রাইস।
তবে কিছু কোম্পানি এদিনের বাজারেও লাভের মুখ দেখেছে। যার মধ্যে অন্যতম, পাওয়ার গ্রিড, নেসলে ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডক্টর রেড্ডির শেয়ার। কমেছে রিলায়েন্স ভারতী এয়ারটেলের মতো স্টক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাস আর বুল রান দেখা যাবে না বাজারে। এই সময়টা অস্থিরতা লেগেই থাকবে স্টক মার্কেটে। এই সময় বিনিয়োগের ক্ষেত্রে ভেবে চিন্তে এগোনো উচিত গ্রাহকদের। তবে এখন অনায়াসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আমানতকারীরা। সেই ক্ষেত্রে বাজারের বড় ধরনের ওঠা-নামার প্রভাব খুব একটা পড়বে না লগ্নিকারীদের টাকায়। দীর্ঘ সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আদতে লাভবান হবেন তাঁরা। তবে সেই ক্ষেত্রে ফান্ড অ্যালোকেশন মেপে করা উচিত।
আরও পড়ুন : DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ফের বাড়তে চলেছে DA
আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI