মুম্বই: সম্প্রতি চার হাত এক হয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Vicky Kaushal and Katrina Kaif Wedding)। রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। এবার তাঁরা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় করা 'ওয়েডিং শ্যুট'-এর ছবি শেয়ার করলেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একাধিক ছবি। যদিও ভিকি একটি মাত্র ছবিই পোস্ট করেছেন। সেখানে দেখা গেল স্ত্রীয়ের কপালে চুম্বন আঁকছেন ভিকি।
অন্যদিকে বিভিন্ন পোজে একাধিক ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। ক্য়াপশনে লিখলেন, 'ভালবাসা, সম্মান ও উদযাপনের উদ্দেশে'।
আরও পড়ুন: Parineeti Chopra: পরিণীতি চোপড়া এবার রিয়েলিটি শোয়ে, 'হুনরবাজ'-এর অন্যতম বিচারক অভিনেত্রী
ছবিগুলিতে জুটির প্রেম ও আনন্দ ধরা পড়েছে কানায় কানায়। সামঞ্জস্য রেখে হালকা গোলাপী রঙের পোশাকে সেজেছিলেন দুজনে। ক্যাটরিনার গলায় ও কানে ছিল ভারী গয়না। পোশাকের ডিজাইনে ছিল ফুলের আধিক্য, ভিকির হাতে ধরা ছিল ফুলের তোড়া। প্রত্যেক ছবিকে আরও উজ্জ্বল করেছে সূর্যের ঠিকরে পড়া রশ্মি।