নয়াদিল্লি: বৃহস্পতিবারে লক্ষ্মীলাভের মুখ দেখলেও শুক্রবার দিনের শুরুতে ফের নিম্নমুখী শেয়ার বাজার (share market)। এদিন সেনসেক্স (Sensex) প্রায় ১০০০ পয়েন্ট কমেছে। অন্যদিকে, নিফটি (NIFTY) ১৭ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে খুলেছে। কোটাক ব্যাঙ্ক (Kotak Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) পয়েন্ট কমেছে। বিএসই সেনসেক্স এক হাজার পয়েন্ট কমে ৫৭ হাজার ৭৫৬-তে নেমে গিয়েছে।
নিফটিও পয়েন্ট খুইয়ে ১৭ হাজার ২৫০ পয়েন্টে নেমে গিয়েছে। বিএসই মিডক্যাপ সূচক ১.৫ শতাংশের বেশি নিচে নেমে গেছে। দিনের শুরুতে পতনের দিকে ঝুঁকেছে। ১৮০০টি স্টক নেমে গিয়েছে। যদিও ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার শেয়ার বেড়েছে অনেকটাই। ডঃ রেড্ডি'স ল্যাবস এবং সান ফার্মা - সেনসেক্সে বেশি লেনদেন করছে। মারুতি সুজুকি কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি, এবং বাজাজ ফিনসার্ভ শেয়ার কমেছে।
এদিকে, ২৭% পড়ে গিয়েছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশন্সের শেয়ার দর। পরে তা আরও পড়েছে। অ্যাস্ট্রাজেনেকা ফার্মা, সিপলা, ফাইজার, ক্যাডিলা হেলথকেয়ার, সান ফার্মা, গ্লেনমার্ক, বায়োকন সংস্থার মার্কেট দর বেড়েছে অনেকটা।
আরও পড়ুন, মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি
বৃহস্পতিবার এশিয়ার শেয়ার বাজারে মিশ্র ফলাফল দেখা গিয়েছিল। হংকং, নিক্কেই, হ্যাংসাং, তাইওয়ান, কোসপি, সাংঘাই কম্পোজিটে লাল সংকেতে দেখা গিয়েছিল। এছাড়া জাকার্তা ও সেট কম্পোজিটে সবুজ নিশান রয়েছে। সেইসঙ্গে সিঙ্গাপুরের এক্সচেঞ্জ ও এসজিএক্স নিফটি আজ ০.৩৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। আমেরিকার বাজারে নেসডেকে দেখা গিয়েছে লাল নিশান।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) আগামী অর্থবর্ষে ৯.৮ শতাংশের বর্ধিত হারে ৮.৫ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।আর এই খবর উৎসাহ যুগিয়েছে লেনদেনকারীদের মধ্যে।